TRENDING:

FasTag: এবার কি বাইক, স্কুটার থাকলেও দিতে হবে টোল ট্যাক্স? বড় সিদ্ধান্তের কথা জানাল কেন্দ্র

Last Updated:

Bike Toll Tax Fact Check- ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ (NHAI) মোটরসাইকেল ও স্কুটারের ওপর টোল চার্জ আরোপ করেছে, এমন একটি তথ্য সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। NHAI এই ধরনের সকল দাবিকে ভিত্তিহীন এবং মিথ্যা বলে জানানো হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ (NHAI) মোটরসাইকেল ও স্কুটারের ওপর টোল চার্জ আরোপ করেছে, এমন একটি তথ্য সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। NHAI এই ধরনের সকল দাবিকে ভিত্তিহীন এবং মিথ্যা বলে জানানো হয়েছে। তারা জানিয়েছে, ভারত সরকারের পক্ষ থেকে এমন কোনও প্রস্তাব বিবেচনাধীন নয়।
News18
News18
advertisement

এই প্রসঙ্গে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গডকরি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লিখেছেন— “কিছু সংবাদমাধ্যম দুই-চাকার গাড়ির উপর টোল ট্যাক্স আরোপ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করছে। এমন কোনও সিদ্ধান্ত গৃহীত বা প্রস্তাবিত হয়নি। দুই-চাকার গাড়ির টোল থেকে ছাড় আগের মতোই পুরোপুরি জারি থাকবে। সত্যতা যাচাই না করে চমক তৈরি করার জন্য বিভ্রান্তিকর খবর ছড়ানো সুস্থ সাংবাদিকতার লক্ষণ নয়। আমি এর নিন্দা করছি।”

advertisement

কিছু সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছিল, ভারতের হাইওয়েতে দুই-চাকার যানবাহনের জন্য টোল-মুক্ত যাতায়াত শিগগিরই শেষ হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছিল, দুই-চাকার গাড়ির জন্য দেওয়া ফ্রি FASTag ব্যবস্থা বন্ধ করে দেওয়া হতে পারে এবং ২০২৫ সালের ১৫ জুলাই থেকে হাইওয়ের প্রবেশপথে টোল ফি আদায় শুরু হতে পারে।

আরও পড়ুন- বাইকের ট্যাঙ্ক পেট্রোল পুরো ভরাচ্ছেন না? পেট্রোল পাম্পে গিয়ে ভুল হচ্ছে কিন্তু…

advertisement

বর্তমানে ভারতের জাতীয় মহাসড়কগুলিতে মোটরসাইকেল ও স্কুটারসহ দুই-চাকার যানবাহনকে কোনও টোল ফি দিতে হয় না। তবে এবার জানা যাচ্ছে, দু-চাকার যানবাহনের টোল-মুক্ত সুবিধা আগের মতোই বজায় থাকবে। সারা দেশের বেশিরভাগ টোল রোড ও এক্সপ্রেসওয়েতে দুই-চাকার যানবাহন বরাবরই টোল-মুক্ত প্রবেশাধিকারের সুবিধা পেয়ে এসেছে।

এই নীতির মূল উদ্দেশ্য ছিল, কম আয়ের যাত্রীদের উপর আর্থিক বোঝা কমানো এবং টোল বুথে যানজট কমানো।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
FasTag: এবার কি বাইক, স্কুটার থাকলেও দিতে হবে টোল ট্যাক্স? বড় সিদ্ধান্তের কথা জানাল কেন্দ্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল