TRENDING:

খুব শীঘ্রই ‘‌ডিসলাইক’‌ বাটন আসছে ফেসবুকে !

Last Updated:

বহু পরীক্ষা-নিরাক্ষা ও বির্তকের পর অবশেষে মার্ক জুকার্রবার্গ কী এবার ডিসলাইক বাটন আনতে চলেছে ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বেশ কয়েকদিন ধরেই ফেসবুকে ডিসলাইক বাটন নিয়ে জল্পনা চলছে ৷ লাইকের পাশাপাশি ডিসলাইক বাটন থাকা উচিত বলে মনে করেন অধিকাংশ মানুষ ৷ ফেসবুককে  ‘‌ডিসলাইক’‌ বাটনের জন্য প্রতিনিয়তই অনুরোধ জানিয়ে আসছে ব্যবহারকারীরা। গতবছরই ছ’টি 'রিঅ্যাকশনস' বাটন যোগ করা হয় ৷ এর আগে ফেসবুক পোস্টে শুধু লাইক বাটনেরই অপশন ছিল ৷ কিন্তু অনেকেই লাইকে পাশাপাশি ডিসলাইক বাটনেরও আবেদন জানিয়েছিল ৷
advertisement

বহু পরীক্ষা-নিরাক্ষা ও বির্তকের পর অবশেষে মার্ক জুকার্রবার্গ কী এবার ডিসলাইক বাটন আনতে চলেছে ?  'রিঅ্যাকশনস' বাটনের মাধ্যমে লোকে নিজের আবেগ-অনুভূতি প্রকাশ করতে পারবে  ৷ কিন্তু এখনও কোনও পোস্ট অপছন্দ হলে সেটা জানানোর কোনও রাস্তা নেই।  এবার তাই লাইকের পাশাপাশি ‘‌ডিসলাইক’‌ বাটনও আনছে ফেসবুক।

টেকক্রাঞ্চের একটি রিপোর্ট অনুযায়ী, ‘‌ডিসলাইক’‌ বাটন নিয়ে ইতিমধ্যেই অনেক পরীক্ষা-নিরাক্ষা হয়ে গিয়েছে ৷ পরীক্ষামূলকভাবে চালু করার জন্য সেটি প্রায় প্রস্তুত ৷ মেসেঞ্জারে খুব শীঘ্রই নতুন এই বাটন আসতে চলেছে বলে জল্পনা শুরু হয়ে গিয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তবে ঠিক কবে নাগাদ এই বাটনটি চালু হবে সে বিষয়ে পরিস্কার করে ফেসবুক কিছু জানায়নি। যে ছ'টি রিঅ্যাকশনস বাটন এখন রয়েছে তা হল ভালোলাগা, ভালোবাসা, হাসি, ওয়াও, দুঃখ ও রাগ ৷ গত বছর ফেব্রুয়ারি মাসে এই বাটনগুলি যোগ করা হয় ৷ ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়,প্রায় ৩০ হাজার কোটি রিঅ্যাকশন এর মধ্যে প্রায় ১৭৯ কোটিরও বেশি ব্যবহারকারীই কেবল লাভ রিঅ্যাকশন ব্যবহার করেছ।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
খুব শীঘ্রই ‘‌ডিসলাইক’‌ বাটন আসছে ফেসবুকে !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল