QR কোড আর পেমেন্ট লিঙ্ক - ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে পেমেন্ট অপশনটি আমেরিকাতে আগেই চালু করে দেওয়া হয়েছিল। এই ফিচারটি সাহায্যে ইউজার নিজের মেসেঞ্জার থেকে QR কোড স্ক্যান করে সহজেই অন্য কোন ব্যক্তিকে টাকা ট্র্যান্সফার করতে পারবে। এর জন্য ইউজারদের ফেসবুক বা অন্য কোনও নতুন অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন নেই। আর পেমেন্ট করার সময় কোন কন্টাক্ট অ্যাড করারও দরকার নেই। এই ফিচার ব্যবহার করার জন্য ইউজারকে মেসেঞ্জারের সেটিংসে এ গিয়ে ফেসবুক পে-র সাহায্যে নিজের QR কোড অন্য জনকে পাঠাতে হবে, যেখান থেকে টাকা আসবে বা পাঠাবেন।
advertisement
কুইক রিপ্লাই বার - এই ফিচারটির সাহায্যে ব্যবহারকারীরা চ্যাটে পাঠানো ছবি বা ভিডিও-র খুব সহজেই রিপ্লাই বা উত্তর দিতে পারবেন। এই জন্য ইউজারকে ছবি বা ভিডিওতে ট্যাপ করতে হবে যেখানে কুইক রিপ্লাই উইন্ডো খুলে যাবে।
নতুন চ্যাট থিম - ফেসবুক ম্যাসেঞ্জার এবং ইনস্টাগ্রাম উভয় প্ল্যাটফর্মের জন্য নতুন চ্যাট থিম নিয়ে এসেছে। এই নতুন থিমগুলির মধ্যে OLIVIA'S নতুন অ্যালবাম, বিশ্ব মহাসাগর দিন (World Oceans Day), F9, ‘স্টার ওয়ার্স’ (Star Wars) এবং নেটফ্লিক্সের ‘সেলিনা: দ্য সিরিজ’ (Selena: The Series) কাহিনী ভিত্তিক চ্যাট থিম রয়েছে। এই থিমগুলি ব্যবহার করার জন্য ইউজারদের চলে যেতে হবে অ্যাপে থাকা চ্যাট সেটিংসের অন্তর্গত ‘Theme’ বিকল্পে (chat settings > Theme)।