TRENDING:

এবার YouTube Shorts দেখা যাবে ডেস্কটপ বা ট্যাবলেটের বড় স্ক্রিনেও

Last Updated:

YouTube shorts: আরও কিছু নতুনত্ব নিয়ে আসছে YouTube তার মিনি ভার্সনের জন্য। মনে করা হচ্ছে YouTube তার ক্রিয়েটরদের জন্য এক বিশেষ সুযোগ নিয়ে আসতে চলেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এতদিন পর্যন্ত YouTube Shorts-এ ভিডিও দেখা যেত কেবল মাত্র স্মার্টফোনে। কিন্তু অনেকেই চাইতেন বড় স্ক্রিনে ভিডিও দেখতে। তাঁদের সেই ইচ্ছে পূরণ হতে চলেছে এ বার। নতুন আপডেট আসছে ইউটিউবের মিনি ভার্সন YouTube Shorts-এ। আর তার ফলে যে কোনও ভিডিও এ বার থেকে দেখা যাবে মোবাইল, ডেস্কটপ বা ট্যাবলেটে। কিন্তু ঠিক কবে থেকে এই পরিবর্তন আসছে তা এখনও জানা যায়নি। তবে আশা করা যায় আর কয়েক সপ্তাহের মধ্যেই ট্যাবলেট, ডেস্কটপে চলতে শুরু করবে YouTube-এর মিনি ভার্সন YpuTube Shorts। কিন্তু স্মার্ট টিভিতে চলবে না এই বিশেষ প্লাটফর্ম। আপাতত তাই আরও অপেক্ষা করতে হবে টিভিতে ছোট ছোট ভিডিও দেখার জন্য। ততদিন না হয় সাধারণ YouTube ভিডিও-গুলিই দেখা যাক টিভি স্ক্রিনে।
advertisement

এত দিন পর্যন্ত শুধু স্মার্টফোনেই এই বিশেষ ধরনের ছোট ছোট ভিডিও-গুলি দেখা যেত YouTube প্লাটফর্মে। সে ক্ষেত্রে একটি বিশেষ ভাগও ছিল YouTube-এ। সাধারণ ভিডিও থেকে আলাদা করেই দেখতে হত এ ধরনের ভিডিও। কিন্তু ঠিক কী ভাবে YouTube তার মিনি ভার্সনকে সাজাবে ডেস্কটপে তা এখনও জানা যায়নি। মনে করা হচ্ছে স্মার্টফোনের মতোই পৃথক বিভাগ রাখা হতে পারে এ ক্ষেত্রেও। তবে যাই হোক, Shorts-এর গ্রাহকরা যাঁরা এতদিন পর্যন্ত চাইতেন বড় স্ক্রিনে দেখানো হোক তাঁদের পছন্দের ভিডিও, তাঁদের কাছে নিঃসন্দেহে এটি সুখবর।

advertisement

আরও কিছু নতুন YouTube Shorts-এ

আরও পড়ুন: বিছানায় আপনিই সেরা হবেন! সঙ্গম ভুলতে পারবে না সঙ্গী ! মাত্র চারদিন এই ভাবে খান কিশমিশ

শুধু এ টুকুই নয়। আরও কিছু নতুনত্ব নিয়ে আসছে YouTube তার মিনি ভার্সনের জন্য। মনে করা হচ্ছে YouTube তার ক্রিয়েটরদের জন্য এক বিশেষ সুযোগ নিয়ে আসতে চলেছে। পুরনো বড় ভিডিও থেকে কেটে ছোট করে Shorts-এ আপলোড করার সুযোগ পাবেন ভিডিও ক্রিয়েটররা। নতুন ভিডিও-ও কেটে ছোট করার ব্যবস্থা রাখা হচ্ছে। এমনকী অন্য ভিডিও থেকেও ৫-১০ সেকেন্ডের অডিও বা ভিডিও নেওয়ার সুযোগ থাকছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
২ বছর ধরে নিখোঁজ ছেলে! সোশ্যাল মিডিয়ার 'জাদু'তে খুঁজে পেল পরিবার
আরও দেখুন

নিজেদের হেল্প পেজ-এ YouTube জানিয়েছে, ‘আপনি আমাদের লাইব্রেরি থেকে যে কোনও গান বেছে নিয়ে Short ভিডিও বানাতে পারেন, অথবা, অন্য অনেক বড় বা ছোট ভিডিও থেকে অডিও বেছে নিতে পারেন।’

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এবার YouTube Shorts দেখা যাবে ডেস্কটপ বা ট্যাবলেটের বড় স্ক্রিনেও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল