এত দিন পর্যন্ত শুধু স্মার্টফোনেই এই বিশেষ ধরনের ছোট ছোট ভিডিও-গুলি দেখা যেত YouTube প্লাটফর্মে। সে ক্ষেত্রে একটি বিশেষ ভাগও ছিল YouTube-এ। সাধারণ ভিডিও থেকে আলাদা করেই দেখতে হত এ ধরনের ভিডিও। কিন্তু ঠিক কী ভাবে YouTube তার মিনি ভার্সনকে সাজাবে ডেস্কটপে তা এখনও জানা যায়নি। মনে করা হচ্ছে স্মার্টফোনের মতোই পৃথক বিভাগ রাখা হতে পারে এ ক্ষেত্রেও। তবে যাই হোক, Shorts-এর গ্রাহকরা যাঁরা এতদিন পর্যন্ত চাইতেন বড় স্ক্রিনে দেখানো হোক তাঁদের পছন্দের ভিডিও, তাঁদের কাছে নিঃসন্দেহে এটি সুখবর।
advertisement
আরও কিছু নতুন YouTube Shorts-এ
আরও পড়ুন: বিছানায় আপনিই সেরা হবেন! সঙ্গম ভুলতে পারবে না সঙ্গী ! মাত্র চারদিন এই ভাবে খান কিশমিশ
শুধু এ টুকুই নয়। আরও কিছু নতুনত্ব নিয়ে আসছে YouTube তার মিনি ভার্সনের জন্য। মনে করা হচ্ছে YouTube তার ক্রিয়েটরদের জন্য এক বিশেষ সুযোগ নিয়ে আসতে চলেছে। পুরনো বড় ভিডিও থেকে কেটে ছোট করে Shorts-এ আপলোড করার সুযোগ পাবেন ভিডিও ক্রিয়েটররা। নতুন ভিডিও-ও কেটে ছোট করার ব্যবস্থা রাখা হচ্ছে। এমনকী অন্য ভিডিও থেকেও ৫-১০ সেকেন্ডের অডিও বা ভিডিও নেওয়ার সুযোগ থাকছে।
নিজেদের হেল্প পেজ-এ YouTube জানিয়েছে, ‘আপনি আমাদের লাইব্রেরি থেকে যে কোনও গান বেছে নিয়ে Short ভিডিও বানাতে পারেন, অথবা, অন্য অনেক বড় বা ছোট ভিডিও থেকে অডিও বেছে নিতে পারেন।’
