কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফ থেকে একটি ট্যুইট করা হয়েছে। সেখানে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মন্ত্রক জানিয়েছে, দেশের নাগরিকদের নিরাপত্তায় প্রতিটি টেলিকম পরিষেবা প্রদানকারীর মাধ্যমে সেল ব্রডকাস্ট অ্যালার্ট সিস্টেম পরীক্ষা করা হচ্ছে। এই পরীক্ষাগুলি দেশের বিভিন্ন এলাকায় সময়ে সময়ে পরিচালিত হবে।
সেল সম্প্রচারগুলি সাধারণত জরুরী সতর্কতা প্রদান করতে ব্যবহৃত হয়। জরুরি পরিস্থিতি সুনামি, বন্যা, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, জননিরাপত্তা বার্তায়, স্থানান্তর বিজ্ঞপ্তি, অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দিতে এই মেসেজ ব্যবহার করা হয়। সেই সঙ্গে আবহাওয়া সংক্রান্ত জরুরি বার্তাও দিয়ে দেওয়া হয়।
advertisement
সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি এড়াতে মেসেজেও মধ্যে লেখা রয়েছে যে, মেসেজটি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে এমন মেসেজ পাওয়ার পর থেকে অনেকেই স্বাভাবিক ভাবে চমকে উঠেছেন। অনেকে আবার এই অ্যালার্ট মেসেজ একাধিকবার পেয়েছেন। ইংরাজি ভাষার পাশাপাশি বিভিন্ন রাজ্যে স্থানীয় ভাষাতেও এই মেসেজ পাঠানো হয়েছে।
আরও পড়ুন, বাবা হলেন সুনীল ছেত্রী, ক্যাপ্টেনের জীবনে নতুন জার্নি! দাদু সুব্রতর ঘরে উৎসব
আরও পড়ুন, রাহুলের জায়গায় কেজরিওয়ালের মুখ! INDIA-র বৈঠকের আগে জোড়াল পোস্টার বিতর্ক
জানা গিয়েছে, কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক জুলাই মাসের ২০ তারিখ জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে একসঙ্গে একটি কর্মসূচি নিয়েছে। সেই কর্মসূচির অংশ হিসাবে দেশের নাগরিকদের বিভিন্ন পরিস্থিতিতে সতর্কবার্তা পাঠানোর জন্য পরীক্ষা করা হচ্ছে। সেই জন্যই সকলে এমন মেসেজ পাচ্ছেন। ফলে এতে ঘাবড়ে যাওয়া কিংবা মোবাইল হ্যাকের মতো কোনও বিষয় নেই।