কিন্তু এর কারণ কী? প্রতিবেদন অনুযায়ী, মাস্কের বিশ্বাস যে, ক্রমহ্রাসমান জন্মহার সভ্যতার জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করছে। গ্রহটিকে ভরিয়ে তোলার প্রচেষ্টায় মাস্ক নিজের শুক্রাণু মহিলাদের দান করা প্রস্তাব দিয়েছেন, সারোগেট ব্যবহার করেছেন। এমনকী নিজের ব্যক্তিগত বিষয়গুলি জনসাধারণের নজরের আড়ালে রাখার জন্য নারীদের সঙ্গে গোপনে চুক্তি করেছেন।
advertisement
যদিও মাস্কের ব্যক্তিগত জীবন শিরোনামে জায়গা করে নেওয়ার মতোই। চার সঙ্গীর সঙ্গে মিলে জন্ম দিয়েছেন ১৪ জন সন্তানের। যদিও মাস্কের ঘনিষ্ঠ সূত্রের তরফে দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে জানানো হয়েছে যে, আরও মহিলাদের সঙ্গে আরও বেশি সংখ্যায় সন্তানের জন্ম দিতে চান SpaceX-এর সিইও।
তবে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এই বিস্ফোরক রিপোর্ট মাস্কের নজর এড়ায়নি। তিনি অবশ্য একটি রহস্যজনক পোস্ট করে এর জবাব দিয়েছেন। পোস্টে লেখা ছিল TMZ >> WSJ। প্রসঙ্গত, TMZ হল একটি গসিপ ওয়েবসাইট। যেখানে তারকাদের খবর করা হয়।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের মতে, জাপানের ক্রিপ্টোকারেন্সি ইনফ্লুয়েন্সার টিফানি ফং এমন একজন মহিলা, যাঁকে মাস্ক তাঁর সন্তান ধারণের জন্য সরাসরি মেসেজ করেছিলেন। এটা গত বছরের ঘটনা। টিফানিকে ফলো করতে শুরু করেন মাস্ক। এতে টিফানির ফলোয়ারও বেড়ে যায় এবং বৃদ্ধি পায় আয়ও। মাত্র ২ সপ্তাহের মধ্যে টিফানির আয় হয় ২১ হাজার ডলার।
বিশ্বের ধনীতম ব্যক্তিকে না বলার ফল কী হতে পারে জেনেও টিফানি মাস্কের প্রস্তাব অবশ্য ফিরিয়ে দিয়েছিলেন। এরপর মাস্কের প্রস্তাব নিজের বন্ধুদের কাছে টিফানি জানালে প্রবল বিতর্ক তৈরি হয়। এদিকে অ্যাশলে সেন্ট ক্লেয়ার চলতি বছরের গোড়ার দিকে দাবি করেছিলেন যে, তিনি মাস্কের সন্তানের জন্ম দিয়েছেন। যার নাম রোমিউলাস। এই ঘটনা জানতে পেরেই মাস্ক তাঁকে আনফলো করেন।
আসলে ২০২৩ সালে একই পরিস্থিতির মুখে পড়েছিলেন অ্যাশলে। তাঁকে এক্স-এ ফলো করতে শুরু করেন মাস্ক। দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয়। ধীরে ধীরে তা প্রেমের রূপ নেই। তার পরের বছর সেপ্টেম্বরে মাস্কের ১৩-তম সন্তানের জন্ম দেন অ্যাশলে। বিষয়টাকে গোপন রাখার জন্য অ্যাশলকে একটি চুক্তি স্বাক্ষর করতে বলা হয়। যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল ১৫ মিলিয়ন ডলার এবং মাসিক ১ লক্ষ ডলারের ফিনান্সিয়াল প্যাকেজ। যদিও অ্যাশলে স্বাক্ষর করতে অস্বীকার করেন এবং চলতি বছর ফেব্রুয়ারিতে জনসমক্ষে তা জানিয়ে দেন।
গত বছর নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, মাস্ক গোপনে টেক্সাসে একটি ১৪৪০০ বর্গফুটের জায়গা কিনেছেন। যার দাম প্রায় ৩৫ মিলিয়ন ডলার বা ২৯৫ কোটি টাকা। সেই কম্পাউন্ডে নিজের সন্তান এবং প্রাক্তন সঙ্গীদের রাখবেন ভেবেই তা কিনেছিলেন তিনি।