TRENDING:

Electric Vehicle: সূর্যের আলোতেই বাজিমাত, গাড়িশিল্পে বিপ্লব তৈরি করল এই দেশ! কী ঘটল জানেন? চমকে যাবেন শুনে

Last Updated:

Electric Vehicle: তিউনিসিয়ার গাড়ি উদ্যোক্তা প্রতিষ্ঠান বাকো মোটরস ইভি গাড়ির বাজার ধরতে চাইছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আফ্রিকায় ইলেকট্রিক যানবাহনের (ইভি) বাজার দ্রুতগতিতে সম্প্রসারিত হচ্ছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান মর্ডর ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে এই বাজার ৪২০ কোটি ডলারে পৌঁছতে পারে। এটি বর্তমান বাজারের তুলনায় দ্বিগুণের বেশি। তবে এখনও বেশির ভাগ ইভি বিদ্যুৎ–নির্ভর। অবশ্য কিছু কিছু ইভি নবায়নযোগ্য ও জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছে।
ফাইল ছবি
ফাইল ছবি
advertisement

এরই মধ্যে তিউনিসিয়ার গাড়ি উদ্যোক্তা প্রতিষ্ঠান বাকো মোটরস ইভি গাড়ির বাজার ধরতে চাইছে। এর জন্য তারা আফ্রিকার অন্যতম প্রধান প্রাকৃতিক সম্পদ—সূর্যের আলোকে কাজে লাগাচ্ছে। তাদের উৎপাদিত গাড়ি ও কার্গো ভ্যানের ছাদে সোলার প্যানেল (সৌরশক্তি প্যানেল) আছে।

এই সব যানবাহনে এখনও লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়ে থাকে। তা সত্ত্বেও বাড়িতে কিংবা ভ্রমণের সময়ও গাড়িতে চার্জ দেওয়া যায়। আর এটি করা হয় সোলার প্যানেলের মাধ্যমে। এই প্যানেল ব্যবহার করে সরাসরি ব্যাটারি চার্জ দেওয়া যায়, যা বিনামূল্যে ব্যবহার করা জ্বালানির একটি উৎস।

advertisement

এখন পর্যন্ত কোম্পানিটি এই ধরনের ১০০ যানবাহন তৈরি করেছে। আগামী বছর উৎপাদন ও রফতানি বৃদ্ধির পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। বাকো মোটরসের প্রতিষ্ঠাতা ও সিইও বুবাকার সিয়ালা বলেন, ‘সৌরশক্তি আমাদের ৫০ শতাংশের বেশি চাহিদা পূরণ করছে।’ সিয়ালা উদাহরণ হিসেবে বি-ভ্যান মডেলের গাড়ির কথা বলেন। গাড়িটি বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে। এটি প্রতিদিন প্রায় ৫০ কিলোমিটার পথ বিনা মূল্যের জ্বালানি পাচ্ছে। সেই হিসাবে বছরে প্রায় ১৭ হাজার কিলোমিটার পথ বিনা মূল্যে ভ্রমণ করা যাবে। এটা অনেক বড় সুবিধা।

advertisement

এই গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি ২০২১ সালে প্রতিষ্ঠিত হয়। তারা প্রথমে তিন চাকার পণ্যবাহী যানবাহন তৈরি করত। কিন্তু এখন তারা চার চাকার গাড়ি তৈরি করছে। বি-ভ্যান ৪০০ কেজি পর্যন্ত পণ্য পরিবহন করতে পারে। ১০০ থেকে ৩০০ কিলোমিটার পর্যন্ত যাওয়ার ক্ষমতা রয়েছে গাড়িটির। এটি ভোক্তার কাছে পণ্য পৌঁছে দেওয়ার মতো করে তৈরি করা হয়েছে। গাড়িটির দাম ২৪ হাজার ৯৯০ তিউনিসিয়ান দিনার (৮ হাজার ৫০০ ডলার) থেকে শুরু।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রাজকীয় জাঁকজমক আজ না থাকলেও লক্ষ্মী নারায়ণ জীউয়ের মন্দির এখনও জাগ্রত এইখানে
আরও দেখুন

অন্যটি হলো ‘বি’। এটি মূলত ছোট দুই আসনের গাড়ি। এটিতে চড়ে ৭০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করা যাবে। গাড়িটির গতি ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ কিলোমিটার। এটি শহর এলাকায় দৈনন্দিন চলাফেরার জন্য উপযুক্ত। এর দাম ১৮ হাজার ২৬৪ তিউনিসিয়ান দিনার (৬ হাজার ২০০ ডলার) থেকে শুরু।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Electric Vehicle: সূর্যের আলোতেই বাজিমাত, গাড়িশিল্পে বিপ্লব তৈরি করল এই দেশ! কী ঘটল জানেন? চমকে যাবেন শুনে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল