এই সমস্যার সমাধানে বিভিন্ন কোম্পানি উন্নত রেঞ্জের নিত্যনতুন মডেল বাজারে আনছে। ধনকুবের ইলন মাস্কের সংস্থা টেসলাও পিছিয়ে নেই। তারা এবার নিয়ে এল সাইবারক্যাব। ব্যক্তিগত ব্যবহারের জন্য তো বটেই, বাণিজ্যিকভাবেও এই গাড়ি ব্যবহার করা যায়। একবার ফুল চার্জ দিলে ব্যাটারি সারাদিন চলবে।
আরও পড়ুন- কত ‘বড়’ ঘরে কত ‘টন’ AC লাগাবেন জানেন…? ‘সাইজ’ অনুযায়ী মিলিয়ে দেখে নিন ‘হিসেব’, রইল চার্ট
advertisement
শিল্প বিশেষজ্ঞ স্যান্ডি মুনরো-এর সঙ্গে আলোচনায় সংস্থার ভাইস প্রেসিডেন্ট লার্স মোরাভি এবং প্রধান ডিজাইন নির্বাহী ফ্রাঞ্জ ভন হোলঝহাউজেন গাড়ির ব্যাটারি স্পেসিফিকেশন, ডিজাইন এবং রাস্তায় সম্ভাব্য রেঞ্জ নিয়ে বিস্তারিত জানিয়েছেন।
আগে সাইবারক্যাব-এর নাম ছিল ‘মডেল ২’। এখন টেসলা তাকেই নতুন মোড়কে বাজারে হাজির করছে। নাম দেওয়া হয়েছে সাইবারক্যাব। এটি দুই-সিটের ইলেকট্রিক গাড়ি। এতে ৫০ kWh-এর কম ক্ষমতাসম্পন্ন ব্যাটারি দেওয়া হয়েছে।
একবার ফুল চার্জ দিলে ৪৮০ কিমি পথ পাড়ি দিতে পারে সাইবারক্যাব। লার্স মোরাভি বলেছেন, “আমাদের লক্ষ্য এমন গাড়ি তৈরি করা, যা সারাদিন ব্যবহার করা যাবে।” এই নতুন ইলেকট্রিক গাড়ি ব্যক্তিগত ও বাণিজ্যিক, উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যাবে।
টেসলার ভাইস প্রেসিডেন্ট লার্স মোরাভি জানিয়েছেন, গাড়িকে আরও শক্তিশালী করতে অ্যারোডাইনামিক ডিজাইন ব্যবহার করা হয়েছে। দেওয়া হয়েছে বিশেষ হুইল কভার। যা গাড়ির এনার্জি কনজাম্পশন কমায়। প্রধান ডিজাইনার ফ্রাঞ্জ ভন হোলঝহাউজেন বলেছেন, সাইবারক্যাবের টিয়ারড্রপ (অশ্রুবিন্দু) আকৃতি এর কার্যকারিতা আরও বাড়িয়ে তুলবে।
আরও পড়ুন- গরমে ফ্রিজ কত ‘নম্বরে’ চালানো উচিত জানেন কি…? ভুল ‘সেটিং’ বারোটা বাজাবে খাবারের!
সাইবারক্যাব সম্পূর্ণ অটোমেটিক গাড়ি। এই গাড়ি চালানোর জন্য মানুষের প্রয়োজন নেই। এতে স্টিয়ারিং হুইল বা ব্রেক প্যাডেল দেওয়া হয়নি। গাড়িটি নিজে নিজেই চলতে পারে। কারও দেখভালের দরকার হয় না।
সাইবারক্যাব কমপ্যাক্ট দুই-সিটের গাড়ি। ‘গালউইং’ (উপরের দিকে খোলে) দরজা রয়েছে, একসঙ্গে দুইজন যাত্রী যেতে পারেন। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হল, এই গাড়ি সম্পূর্ণ ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
সাইবারক্যাব শুধু একটা নতুন মডেলের গাড়ি নয়, ভবিষ্যতের স্বয়ংক্রিয় গাড়ির যুগে এ এক মাইলস্টোন। পরিবেশবান্ধব প্রযুক্তি, আধুনিক ডিজাইন এবং সম্পূর্ণ অটোনোমাস ড্রাইভিং সিস্টেমের মিশেলে এটি ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন দিগন্ত উন্মোচন করবে বলেই বিশ্বাস টেসলার।