কত 'বড়' ঘরে কত 'টন' AC লাগাবেন জানেন...? 'সাইজ' অনুযায়ী মিলিয়ে দেখে নিন 'হিসেব', রইল চার্ট

Last Updated:
Air Conditioner Chart: আপনিও কি এই মরশুমে নতুন এসি কেনার কথা ভাবছেন? ১ টন, ১.৫ টন, নাকি ২ টন, কোন ক্ষমতার এসি মেশিনটি কিনবেন তাই নিয়ে আপনি কি বিভ্রান্তিতে? চিন্তা করবেন না। কারণ, আজ এই প্রতিবেদনে আমরা আপনাকে এই সম্পর্কেই বিস্তারিত তথ্য দিতে চলেছি।
1/13
ভারতে গ্রীষ্মকাল এসে গিয়েছে। ইতিমধ্যেই অনেকে নিজেদের বাড়িতে এসি বা কুলার ব্যবহার শুরু করে দিয়েছেন। আপনিও কি এই মরশুমে নতুন এসি কেনার কথা ভাবছেন? ১ টন, ১.৫ টন, নাকি ২ টন, কোন ক্ষমতার এসি মেশিনটি কিনবেন তাই নিয়ে আপনি কি বিভ্রান্তিতে? চিন্তা করবেন না। কারণ, আজ এই প্রতিবেদনে আমরা আপনাকে এই সম্পর্কেই বিস্তারিত তথ্য দিতে চলেছি।
ভারতে গ্রীষ্মকাল এসে গিয়েছে। ইতিমধ্যেই অনেকে নিজেদের বাড়িতে এসি বা কুলার ব্যবহার শুরু করে দিয়েছেন। আপনিও কি এই মরশুমে নতুন এসি কেনার কথা ভাবছেন? ১ টন, ১.৫ টন, নাকি ২ টন, কোন ক্ষমতার এসি মেশিনটি কিনবেন তাই নিয়ে আপনি কি বিভ্রান্তিতে? চিন্তা করবেন না। কারণ, আজ এই প্রতিবেদনে আমরা আপনাকে এই সম্পর্কেই বিস্তারিত তথ্য দিতে চলেছি।
advertisement
2/13
আসলে গরম পড়তে না পড়তেই বাড়িতে বাড়িতে নতুন নতুন ঘরে লাগানো চলছে এয়ার কন্ডিশনার। কিন্তু অনেকে ক্ষেত্রেই সঠিক সাধারণ জ্ঞান না থাকায় মানুষ এসি কিনেও ঠকে যাচ্ছেন।
আসলে গরম পড়তে না পড়তেই বাড়িতে বাড়িতে নতুন নতুন ঘরে লাগানো চলছে এয়ার কন্ডিশনার। কিন্তু অনেকে ক্ষেত্রেই সঠিক সাধারণ জ্ঞান না থাকায় মানুষ এসি কিনেও ঠকে যাচ্ছেন।
advertisement
3/13
আচ্ছা বলুন তো ১ টন, ১.৫ টন নাকি ২ টন? আপনার ঘরে কত ক্ষমতার এসি প্রয়োজন? কী দেখে বুঝবেন কোন ঘরে কত ক্ষমতাসম্পন্ন এসি মেশিন লাগাবেন? সিদ্ধান্ত নিতে হবে একটি সহজ হিসেব বুঝে।
আচ্ছা বলুন তো ১ টন, ১.৫ টন নাকি ২ টন? আপনার ঘরে কত ক্ষমতার এসি প্রয়োজন? কী দেখে বুঝবেন কোন ঘরে কত ক্ষমতাসম্পন্ন এসি মেশিন লাগাবেন? সিদ্ধান্ত নিতে হবে একটি সহজ হিসেব বুঝে।
advertisement
4/13
বস্তুত একইসঙ্গে ভাল শীতলতা এবং পর্যাপ্ত বিদ্যুৎ সাশ্রয়ের জন্য, প্রতিটি ঘরে সঠিক ক্ষমতাসম্পন্ন এসি কেনা খুবই গুরুত্বপূর্ণ। ঘরের আকার সরাসরি এসির ধারণক্ষমতারসমানুপাতিক। ঘরটি যত বড় হবে। তত বেশি ক্ষমতা সম্পন্ন একটি এসি প্রয়োজন হবে।
বস্তুত একইসঙ্গে ভাল শীতলতা এবং পর্যাপ্ত বিদ্যুৎ সাশ্রয়ের জন্য, প্রতিটি ঘরে সঠিক ক্ষমতাসম্পন্ন এসি কেনা খুবই গুরুত্বপূর্ণ। ঘরের আকার সরাসরি এসির ধারণক্ষমতারসমানুপাতিক। ঘরটি যত বড় হবে। তত বেশি ক্ষমতা সম্পন্ন একটি এসি প্রয়োজন হবে।
advertisement
5/13
এক্ষেত্রে রয়েছে একটি হিসেব। অর্থাৎ আপনাকে বুঝতে হবে কত বড় ঘরে কত টন এসি কিনলে তা উপযুক্ত ঠান্ডাও দেবে আবার একইসঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ও করবে।
এক্ষেত্রে রয়েছে একটি হিসেব। অর্থাৎ আপনাকে বুঝতে হবে কত বড় ঘরে কত টন এসি কিনলে তা উপযুক্ত ঠান্ডাও দেবে আবার একইসঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ও করবে।
advertisement
6/13
যদি আপনার ঘরটি প্রায় ১০০-১৩০ বর্গ ফুটের হয়, তাহলে আপনার ১ টনের এসির প্রয়োজন হবে। এর বেশি ক্ষমতাসম্পন্ন এয়ার কন্ডিশনার প্রয়োজন হবে না।
যদি আপনার ঘরটি প্রায় ১০০-১৩০ বর্গ ফুটের হয়, তাহলে আপনার ১ টনের এসির প্রয়োজন হবে। এর বেশি ক্ষমতাসম্পন্ন এয়ার কন্ডিশনার প্রয়োজন হবে না।
advertisement
7/13
আবার একইভাবে ১৩০ বর্গ ফুট থেকে ১৫০ বর্গ ফুট বিশিষ্ট একটি ঘরে ১.৫ টন এসি লাগবে। সেক্ষেত্রে কিন্তু ১ টনের একটি এয়ার কন্ডিশনার মেশিন যথেষ্ট কার্যকরী হবে না।
আবার একইভাবে ১৩০ বর্গ ফুট থেকে ১৫০ বর্গ ফুট বিশিষ্ট একটি ঘরে ১.৫ টন এসি লাগবে। সেক্ষেত্রে কিন্তু ১ টনের একটি এয়ার কন্ডিশনার মেশিন যথেষ্ট কার্যকরী হবে না।
advertisement
8/13
আবার ১৫০ বর্গ ফুটের চেয়েও বড় রুমের জন্য ২ টন ধারণ ক্ষমতার এসির প্রয়োজন হবে আপনার। এই ধরণের বড় ঘরে ছোট এসি দিলে একদিকে যেমন সহজে ঘর ঠান্ডা হবে না তেমনই দীর্ঘ সময় এসি চালিয়ে রাখার ফলে বিদ্যুৎ খরচ চড়চড় করে বাড়তে থাকবে।
আবার ১৫০ বর্গ ফুটের চেয়েও বড় রুমের জন্য ২ টন ধারণ ক্ষমতার এসির প্রয়োজন হবে আপনার। এই ধরণের বড় ঘরে ছোট এসি দিলে একদিকে যেমন সহজে ঘর ঠান্ডা হবে না তেমনই দীর্ঘ সময় এসি চালিয়ে রাখার ফলে বিদ্যুৎ খরচ চড়চড় করে বাড়তে থাকবে।
advertisement
9/13
এছাড়াও, ঘরের জন্য এসির ধারণক্ষমতা নির্ধারণ করার সময় আরও কিছু বিষয় মনে রাখতে হবে। যেমন ফ্ল্যাটের অবস্থান কোথায়। যদি আপনার ফ্ল্যাটটি উপরের তলায় থাকে তবে এটি নীচের তলার তুলনায় কিছুটা উষ্ণ হবে। কারণ, এখানে সরাসরি সূর্যের আলো পড়বে।
এছাড়াও, ঘরের জন্য এসির ধারণক্ষমতা নির্ধারণ করার সময় আরও কিছু বিষয় মনে রাখতে হবে। যেমন ফ্ল্যাটের অবস্থান কোথায়। যদি আপনার ফ্ল্যাটটি উপরের তলায় থাকে তবে এটি নীচের তলার তুলনায় কিছুটা উষ্ণ হবে। কারণ, এখানে সরাসরি সূর্যের আলো পড়বে।
advertisement
10/13
আপনি যদি চান, তাহলে এমন একটি ফ্ল্যাটে একটি ঘরের জন্য একটু বেশি ক্ষমতা সম্পন্ন এসি কিনতে পারেন। তাতে ঘর বাইরে থেকে আসা তাপ কমিয়ে সহজেই পর্যাপ্ত শীতলতায় পৌঁছতে পারবে।
আপনি যদি চান, তাহলে এমন একটি ফ্ল্যাটে একটি ঘরের জন্য একটু বেশি ক্ষমতা সম্পন্ন এসি কিনতে পারেন। তাতে ঘর বাইরে থেকে আসা তাপ কমিয়ে সহজেই পর্যাপ্ত শীতলতায় পৌঁছতে পারবে।
advertisement
11/13
একইভাবে, ঘরের অবস্থানও একটি গুরুত্বপূর্ণ বিষয়। দক্ষিণমুখী ঘরগুলি উত্তর, পূর্ব এবং পশ্চিমমুখী ঘরের তুলনায় বেশি ঠান্ডা থাকে। অন্যদিকে, ঘরটি পূর্ব বা পশ্চিম দিকে মুখ করে থাকলে, গ্রীষ্মকালে এটি বেশি গরম হয়ে ওঠে।
একইভাবে, ঘরের অবস্থানও একটি গুরুত্বপূর্ণ বিষয়। দক্ষিণমুখী ঘরগুলি উত্তর, পূর্ব এবং পশ্চিমমুখী ঘরের তুলনায় বেশি ঠান্ডা থাকে। অন্যদিকে, ঘরটি পূর্ব বা পশ্চিম দিকে মুখ করে থাকলে, গ্রীষ্মকালে এটি বেশি গরম হয়ে ওঠে।
advertisement
12/13
আবার অন্যদিকে উত্তরমুখী ঘরগুলি অপেক্ষাকৃত একটু বেশি ঠান্ডা হয়। ১ টনের এসি কেনার সময় আপনাকে এই বিষয়গুলি কিন্তু সবসময় মনে রাখতে হবে।
আবার অন্যদিকে উত্তরমুখী ঘরগুলি অপেক্ষাকৃত একটু বেশি ঠান্ডা হয়। ১ টনের এসি কেনার সময় আপনাকে এই বিষয়গুলি কিন্তু সবসময় মনে রাখতে হবে।
advertisement
13/13
এসবের পাশাপাশি, ঘরের আয়তনের দিকেও খেয়াল রাখা গুরুত্বপূর্ণ। কারণ, সিলিংয়ের উচ্চতা বেশি হলে স্থানের আয়তন বৃদ্ধি পায়। এমন পরিস্থিতিতে একটি বড় এসি ইউনিট প্রয়োজন হবে এই ধরণের ঘর ঠান্ডা করতে। জানালার পর্দা পুরু ও মোটা রাখার দিকে লক্ষ্য রাখাও কিন্তু এক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ দিক।
এসবের পাশাপাশি, ঘরের আয়তনের দিকেও খেয়াল রাখা গুরুত্বপূর্ণ। কারণ, সিলিংয়ের উচ্চতা বেশি হলে স্থানের আয়তন বৃদ্ধি পায়। এমন পরিস্থিতিতে একটি বড় এসি ইউনিট প্রয়োজন হবে এই ধরণের ঘর ঠান্ডা করতে। জানালার পর্দা পুরু ও মোটা রাখার দিকে লক্ষ্য রাখাও কিন্তু এক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ দিক।
advertisement
advertisement
advertisement