এর আগে মহিলাদের শ্লীলতাহানি থেকে বাঁচানোর জন্য বিভিন্ন সংস্থা পেপার স্প্রে চালু করেছিল। এখন বিভিন্ন ধরনের কোম্পানি চুরি থেকে সাধারণ মানুষকে বাঁচানোর জন্য ইলেকট্রিক শক পেন চালু করেছে। এই পেনে টাচ করলেই বিদ্যুতের ঝটকা লাগে। অর্থাৎ এটি যদি পকেটে রেখে দেওয়া যায়, তাহলে চোর পকেটে হাত দিলেই বিদ্যুতের ঝটকা লাগবে। এক নজরে দেখে নেওয়া যাক এই ইলেকট্রিক শক পেনের সকল খুঁটিনাটি।
advertisement
ইলেকট্রিক শক পেনের ফিচার –
চুরির থেকে বাঁচার জন্য তৈরি করা হয়েছে এই ধরনের অভিনব ইলেকট্রিক শক পেন। এই ইলেকট্রিক শক পেনে তিন সেলের ব্যাটারি থাকে। এই ব্যাটারিগুলি একটি সার্কিটের মাধ্যমে সংযুক্ত থাকে। এর ফলে ইলেকট্রিক শক পেনে চাপ দিলে সার্কিটটি সম্পূর্ণ হয় এবং শক দেয়। অর্থাৎ এই ইলেকট্রিক শক পেন চালু করে পকেটে রেখে দিলেই হল। এর ফলে চোরেরা পকেটে হাত দিলেই ইলেকট্রিক শক খাবে।
ইলেকট্রিক শক পেনের উপরের অংশটি এমন ভাবে তৈরি, যা শরীরে বৈদ্যুতিক শককে দ্রুত প্রবাহিত করতে সহায়তা করে। কেউ যদি এই ইলেকট্রিক শক পেন কারও পকেটে রাখে, তাহলে চোরকে একটি ভাল শিক্ষা দেওয়া যেতে পারে।
ইলেকট্রিক শক পেনের দাম –
গ্রাহকরা এই ইলেকট্রিক শক পেন যে কোনও ই-কমার্স সাইট বা নিজেদের শহরের গ্যাজেট বিক্রির দোকান থেকে ক্রয় করতে পারেন। ইলেকট্রিক শক পেনের দাম ৫০ থেকে ১০০ টাকা। গ্রাহকরা ই-কমার্স সাইট অ্যামাজন থেকে Ayra Crafts ইলেকট্রিক শক পেন কিনতে পারে, মাত্র ৯৯ টাকায়।
আরও পড়ুন: ভাঁজ করে ব্যাগে রাখুন ওয়াশিং মেশিন! বেড়াতে গেলে নোংরা হবে না জামা-কাপড়
ইলেকট্রিক শক পেন ব্যবহার করার উপায় –
কেউ যদি প্রয়োজনে অন্য কাউকে শিক্ষা দিতে চান, তাহলে নিচ থেকে এই পেন ধরতে হবে লক্ষ্যের দিকে- পেনের বোতামটি টিপতে হবে। লক্ষ্যবস্তু পেনের বোতামের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে একটি শক্তিশালী বৈদ্যুতিক শক পাবে!