Foldable washing machine: ভাঁজ করে ব‍্যাগে রাখুন ওয়াশিং মেশিন! বেড়াতে গেলে নোংরা হবে না জামা-কাপড়

Last Updated:
শুধু বেড়াতে যাওয়াই নয়, যেসব পড়ুয়ারা হস্টেলে থাকেন বা একক মানুষ যাঁরা কর্মসূত্রে থাকেন বাড়ি থেকে দূরে, তাঁদের জন্যও এই ফোল্ডেবল ওয়াশিং মেশিন খুবই উপকারি।
1/7
কাপড় কাচা খুবই সমস্যার বিষয়। তাই সেই কাজ সহজ করতেই এসেছে ওয়াশিং মেশিন। কিন্তু সে তো তখন কাজ করে যখন আমরা বাড়িতে থাকে। বেশ অনেক দিনের জন্য বেড়াতে গেলে কী হবে! সব হোটেলে তো লন্ড্রি থাকে না! আবার তার খরচও বেশ অনেকটাই।
কাপড় কাচা খুবই সমস্যার বিষয়। তাই সেই কাজ সহজ করতেই এসেছে ওয়াশিং মেশিন। কিন্তু সে তো তখন কাজ করে যখন আমরা বাড়িতে থাকে। বেশ অনেক দিনের জন্য বেড়াতে গেলে কী হবে! সব হোটেলে তো লন্ড্রি থাকে না! আবার তার খরচও বেশ অনেকটাই।
advertisement
2/7
এর সমাধান করে দিতে পারে একটি ছোট্ট গ্যাজেট। জেনে নেওয়া যাক এমন ওয়াশিং মেশিন সম্পর্কে, যাকে যেকোনও জায়গায় বহন করা যেতে পারে। ফোল্ডিং এই ওয়াশিং মেশিন যেকোনও জায়গায় নিয়ে যাওয়া যাবে কম খরচে।
এর সমাধান করে দিতে পারে একটি ছোট্ট গ্যাজেট। জেনে নেওয়া যাক এমন ওয়াশিং মেশিন সম্পর্কে, যাকে যেকোনও জায়গায় বহন করা যেতে পারে। ফোল্ডিং এই ওয়াশিং মেশিন যেকোনও জায়গায় নিয়ে যাওয়া যাবে কম খরচে।
advertisement
3/7
শুধু বেড়াতে যাওয়াই নয়, যেসব পড়ুয়ারা হস্টেলে থাকেন বা একক মানুষ যাঁরা কর্মসূত্রে থাকেন বাড়ি থেকে দূরে, তাঁদের জন্যও এই ফোল্ডেবল ওয়াশিং মেশিন খুবই উপকারি। বহনযোগ্য বলেই এটি জায়গাও নেবে কম। তাই যাঁরা ছোট কোনও বাড়িতে থাকেন বা অনেকের সঙ্গে ঘর ভাগাভাগি করে থাকেন তাঁদের ক্ষেত্রেও সুবিধা হবে।
শুধু বেড়াতে যাওয়াই নয়, যেসব পড়ুয়ারা হস্টেলে থাকেন বা একক মানুষ যাঁরা কর্মসূত্রে থাকেন বাড়ি থেকে দূরে, তাঁদের জন্যও এই ফোল্ডেবল ওয়াশিং মেশিন খুবই উপকারি। বহনযোগ্য বলেই এটি জায়গাও নেবে কম। তাই যাঁরা ছোট কোনও বাড়িতে থাকেন বা অনেকের সঙ্গে ঘর ভাগাভাগি করে থাকেন তাঁদের ক্ষেত্রেও সুবিধা হবে।
advertisement
4/7
জেনে নেওয়া যাক বিস্তারিত—  এটি হল Octra Mini Folding Washing Machine। যেকোনও মানুষ চাইলে Amazon থেকে মাত্র ২,৯৯৯ টাকায় এটি কিনে নিতে পারেন। দীর্ঘ ভ্রমণ বা ব্যবসায়িক ভ্রমণের জন্য একটি খুবই ভাল একটি গ্যাজেট।
জেনে নেওয়া যাক বিস্তারিত— এটি হল Octra Mini Folding Washing Machine। যেকোনও মানুষ চাইলে Amazon থেকে মাত্র ২,৯৯৯ টাকায় এটি কিনে নিতে পারেন। দীর্ঘ ভ্রমণ বা ব্যবসায়িক ভ্রমণের জন্য একটি খুবই ভাল একটি গ্যাজেট।
advertisement
5/7
Amazon থেকে জানা যায়, এই কমপ্যাক্ট এবং পোর্টেবল ওয়াশিং মেশিনটির উচ্চতা হল মাত্র ১৫ ইঞ্চি। তবে এটি ভাঁজ করে ফেললে দাঁড়াবে মাত্র ৭ ইঞ্চিতে। এই মেশিনটি ‘টপ লোডিং’ ডিজাইনে পাওয়া যায়। প্লাস্টিকের তৈরি বডি হলেও এর ক্ষমতা ২ কেজি।
Amazon থেকে জানা যায়, এই কমপ্যাক্ট এবং পোর্টেবল ওয়াশিং মেশিনটির উচ্চতা হল মাত্র ১৫ ইঞ্চি। তবে এটি ভাঁজ করে ফেললে দাঁড়াবে মাত্র ৭ ইঞ্চিতে। এই মেশিনটি ‘টপ লোডিং’ ডিজাইনে পাওয়া যায়। প্লাস্টিকের তৈরি বডি হলেও এর ক্ষমতা ২ কেজি।
advertisement
6/7
কী ভাবে ব্যবহার করা যাবে এই মেশিন—  ব্যবহারকারীকে কাচার জন্য রাখা কাপড়গুলি বাকেটে রেখে ম্যানুয়ালি ওয়াশিং পাউডার এবং জল দিয়ে দিতে হবে। তারপর প্রয়োজন অনুযায়ী টাইমার সেট করে রেখে দিতে হবে। তাহলেই স্বয়ংক্রিয় ভাবে সমস্ত জামা কাপড় কাচা হয়ে যাবে।
কী ভাবে ব্যবহার করা যাবে এই মেশিন— ব্যবহারকারীকে কাচার জন্য রাখা কাপড়গুলি বাকেটে রেখে ম্যানুয়ালি ওয়াশিং পাউডার এবং জল দিয়ে দিতে হবে। তারপর প্রয়োজন অনুযায়ী টাইমার সেট করে রেখে দিতে হবে। তাহলেই স্বয়ংক্রিয় ভাবে সমস্ত জামা কাপড় কাচা হয়ে যাবে।
advertisement
7/7
Amazon-এ বলা হয়েছে, এই মেশিনটি মোজা, টি-শার্ট, তোয়ালে, অন্তর্বাস এবং শিশুর কাপড় ধোয়ার জন্য সেরা। তবে শুধু জামা কাপড় নয়। এটিতে ফল, গহনা, খেলনা ইত্যাদি জিনিসও ধুয়ে ফেলা যায়।
Amazon-এ বলা হয়েছে, এই মেশিনটি মোজা, টি-শার্ট, তোয়ালে, অন্তর্বাস এবং শিশুর কাপড় ধোয়ার জন্য সেরা। তবে শুধু জামা কাপড় নয়। এটিতে ফল, গহনা, খেলনা ইত্যাদি জিনিসও ধুয়ে ফেলা যায়।
advertisement
advertisement
advertisement