অভিনব জিপ গাড়ি বানিয়ে তাক লাগিয়েছেন বাঁকুড়ার চঞ্চল সিং। বাঁকুড়া রানীগঞ্জ জাতীয় সড়কের উপরে ডি এ ভি স্কুলের পাশেই তার বাড়ি। বাড়ির বাইরে তৈরি হচ্ছে আরও একটি ব্যাটারি চালিত গাড়ি। পেট্রোল জিপ গাড়ির মাইলেজ খুবই কম। সেই কারণেই নিজে প্রায় আড়াই লাখটাকা এবং পরিশ্রম খরচ করে এই ব্যাটারি চালিত জিপ বানিয়ে ফেলেছেন।
advertisement
আরও পড়ুন: বাংলাতেও মাধ্যমিকে ফুল মার্কস? গুরুত্বপূর্ণ টিপস দিলেন শিক্ষক, পরীক্ষায় বসার আগে অবশ্যই দেখুন
সবরকম কাস্টোমাইজ করা যানবাহন তৈরি করেন তিনি। আপনি চাইলে আপনার পছন্দমতডিজাইন থেকে ভ্যারিয়েন্ট সবই বানিয়ে নিতে পারেন চঞ্চল সিং এর কাছে। কাস্টমাইজড ইভি জিপের পাশাপাশি, ইভি ভ্যান,ইভি বাস কিংবা টোটো ভ্যান,লোটো ভ্যান, বিজ্ঞাপন প্রচারের জন্য এলইডি ডিসপ্লে ভ্যান থেকে ট্রাক, সবই বানিয়ে দিতে পারেন তিনি।
চঞ্চল সিংয়ের তৈরি এই ইলেক্ট্রিক জিপ টাউনশিপ রাইড, পার্ক, হোটেল, রিসর্ট বা জঙ্গল সাফারির জন্যও ব্যবহার করা যেতে পারে। মোটা চাকার জিপে ব্যবহার করা হয়েছে মোটরসাইকেল সাসপেনশন। যেকোনও ভূমি প্রকৃতির উপরেই সর্বোচ্চ ৪০ কিমি বেগে দৌড়তে পারে বাঁকুড়ার এই বিস্ময় জিপ।
নীলাঞ্জন ব্যানার্জী