TRENDING:

Earphones: দামি ইয়ারফোনেও ভাল গান শোনা যাচ্ছে না! গোলমাল থাকতে পারে এই জায়গায়

Last Updated:

Earphones: তারযুক্ত বা তারবিহীন— ইয়ারফোন যেমনই হোক, সঠিক আকারের ইয়ারটিপ ব্যবহার করা দরকার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়া দিল্লি: গান শোনার অভ্যাস একেবার পাল্টে দিয়েছে আধুনিক প্রযুক্তি। এখন আর নিজে গান শুনতে গেলে অন্যকে বিরক্ত করতে হয় না। রাস্তাঘাটে যেকোনও জায়গায় ছোট্ট ইয়ারবাডের মাধ্যমে মগ্ন হয়ে থাকা যায় নিজের পছন্দের সুরে। কিন্তু, অনেক সময় ল্যাপটপ বা ফোনে সংযুক্ত ইয়ারবাডে ভাল ভাবে গান শোনা যায় না। সেক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করা যেতে পারে—
advertisement

সঠিক ইয়ারটিপস ব্যবহার:

তারযুক্ত বা তারবিহীন— ইয়ারফোন যেমনই হোক, সঠিক আকারের ইয়ারটিপ ব্যবহার করা দরকার। লার্জ, মিডিয়াম, স্মল এবং এক্সট্রা স্মল-এর মতো একাধিক আকারের ইয়ারটিপ পাওয়া যায় ইয়ারফোন প্যাকের সঙ্গে। সঠিক আকারের ইয়ারটিপ বেছে নিতে হবে।

EQ সেটিংস:

ল্যাপটপে বা ফোনে গান শুনলে, সেই অনুযায়ী EQ সেটিংস এবং মোড বাছতে হবে। কেউ বেশি খাদের শব্দ পছন্দ করেন আবার কেউ নিউট্রাল। নিজের পছন্দ অনুযায়ী তা সেট করতে হবে। এছাড়াও, অনেক সময় ফোনে ‘নিউজ’ এবং ‘মুভি’-র মতো মোড থাকে। অ্যাপ থেকে এটিকে ‘মিউজিক’ করে নিতে হবে।

advertisement

অ্যাপ ব্যবহার:

গান স্ট্রিমিং করা প্ল্যাটফর্ম থেকে যদি উচ্চ মানের সাউন্ড না আসে, তাহলেও দামি হেডফোন ব্যবহার করেও লাভ নেই। তাই অ্যাপের প্রিমিয়াম সংস্করণ ব্যবহার করতে হতে পারে। অনেক অ্যাড সাপোর্ট অ্যাপও বাজারে পাওয়া যায় যারা উচ্চ মানে সাউন্ড দেয়।

আরও পড়ুন:  পোকার দাপটে অস্থির! বর্ষায় ভরসা পেতে আজই কিনে নিন এই ডিভাইসটি

advertisement

ব্লুটুথ কোডেক:

ভাল সাউন্ড কোয়ালিটি পেতে তার-যুক্ত হেডফোন ব্যবহার করা উচিত। তবে, যদি ওয়্যারলেস ইয়ারবাড বা হেডফোন ব্যবহার করা হয়, দেখে নিতে হবে। অডিও-র গুণমান ব্লুটুথ কোডেক ধরনের উপর নির্ভর করে। এটি একটি সফ্টওয়্যার প্রোগ্রাম যা দু’টি ডিভাইসের মধ্যে ওয়্যারলেস ট্রান্সমিশন চালু করে। কিছু ভাল কোডেক হল LDAC, aptX HD, aptX Lossless, এবং LHDC। যদি উভয় ডিভাইসেই এই প্রযুক্তি সাপোর্ট করে, তাহলে তা সেটিংস থেকে পরিবর্তন করা যেতে পারে।

advertisement

হেডফোন জ্যাক পরিষ্কার করা:

তারযুক্ত ইয়ারফোন ব্যবহার করলে অডিও জ্যাক পরিষ্কার রাখতে হবে। নোংরা অডিও জ্যাক সিগন্যালকে প্রভাবিত করে।

আরও পড়ুন:

ওয়্যারলেস ইয়ারবাডে ANC:

আজকাল বাজারে অনেক ইয়ারবাড অ্যাক্টিভেটেড নয়েজ ক্যান্সেলেশন অর্থাৎ ANC সাপোর্ট পাওয়া যায়। জনাকীর্ণ এলাকায় থাকলে এই সেটিং চালু করতে হবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Earphones: দামি ইয়ারফোনেও ভাল গান শোনা যাচ্ছে না! গোলমাল থাকতে পারে এই জায়গায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল