তাই পুজোর আগে একটি স্মার্টফোন কিনতে চাইলে ভাবা যেতেই পারে OnePlus-এর কথা। মোবাইল নির্মাতা সংস্থাটি ইতিমধ্যেই Nord সিরিজে বড় ছাড়ের কথা ঘোষণা করেছে। জানা গিয়েছে, OnePlus Nord 3 এবং OnePlus Nord CE3-তে দেওয়া হচ্ছে এই অফার।
আরও পড়ুন: OnePlus Pad না কি OnePlus Pad Go! পুজোয় ট্যাব কিনতে চাইলে কোনটা ভাল হবে? রইল সব ফিচার
advertisement
কেমন সুযোগ পাওয়া যাবে, দেখে নেওয়া যাক এক নজরে—
OnePlus Nord 3—
এই ফোনটি 5G ভার্সনে কিনতে চাইলে যেকোনও ক্রেতা পেতে পারেন ৩০০০ টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট। সেই সঙ্গে মিলতে পারে একটি দু’হাজার টাকা মূল্যের ‘স্পেশ্যাল প্রাইস কুপন’। স্টক থাকা পর্যন্ত এই ফোনের সঙ্গে গ্রাহকরা পেতে পারেন একটি OnePlus Nord Buds 2r একেবারে বিনামূল্যে।
যাঁরা সংস্থার নিজস্ব ওয়েবসাইট থেকে স্মার্টফোন কিনতে চান তাঁরা Bajaj Finance থেকে ৬ মাসের EMI পেতে পারেন, ‘জিরো ডাউন পেমেন্ট’-সহ।
তাছাড়া, ICICI ব্যাঙ্কের গ্রাহক বা OneCard-এর সদস্যরা পেতে পারেন বিশেষ সুবিধা। SBI গ্রাহকেরা Amazon থেকে পেতে পারেন বিশেষ সুবিধা।
OnePlus Nord CE3—
এই ফোনটি কিনলেও গ্রাহকরা পেতে পারেন ২ হাজার টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট। সঙ্গে ২ হাজার টাকার বিশেষ কুপন।
Bajaj Finance-এর তরফ থেকে পাওয়া যেতে পারে ‘জিরো ডাউন পেমেন্ট’-সহ ৬ মাসের EMI সুবিধা। সেই সঙ্গে থাকছে ICICI ব্যাঙ্কের গ্রাহক ও OneCard সদস্যদের বিশেষ সুবিধাও। এই সুবিধা পাওয়া যাবে OnePlus এক্সপেরিয়েন্স স্টোর, OnePlus.in এবং সমস্ত অফিশিয়াল পার্টনার স্টোরে। Amazon থেকে কিনলে পাওয়া যাবে SBI কার্ডে বিশেষ অফার।
শুধু তাই নয়, একেবারে সদ্য লঞ্চ হওয়া OnePlus Pad Go, Buds 2 Pro, OnePlus Bullets Wireless Z2 and OnePlus Nord Buds 2 প্রভৃতি পণ্যেও পাওয়া যাচ্ছে বিশেষ অফার।
পড়ুয়ারা ১২ অক্টোবরের পর থেকে OnePlus Pad-এ অতিরিক্ত ১০০০ টাকা ছাড় পেতে পারেন।