TRENDING:

রেগুলেটর-এ ১-এ পাখা চালালে কি ইলেকট্রিসিটি বিল বেশি আসে? জেনে নিন

Last Updated:

Ceiling Fan: গরম আসছে। সিলিং ফ্যান ধীরে চালালে কি সত্যি বিল বেশি আসে! জেনে নিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শীত বিদায় নিতেই ঘরে ঘরে ঘুরতে শুরু করেছে পাখা। গভীর রাতে শিরশিরে আবহাওয়া থাকলেও সারাদিন বা সন্ধেবেলায় পাখা প্রয়োজন হচ্ছেই। এরপর আরও চড়বে তাপমাত্রার পারদ।
advertisement

গ্রীষ্মে এমনিতেই বিদ্যুৎ বেশি খরচ হয়। কিন্তু এই গরমের সময়ই যদি ঘরে লাগানো বৈদ্যুতিন সামগ্রী একটু যত্ন সহকারে চালানো যায়, তাহলে বিদ্যুৎ সাশ্রয় হতেই পারে।

এমন মানুষ এদেশে বিরল নন, যাঁরা খরচের ভয়ে খুব কম তাপমাত্রায় এসি চালান না। কিছু কিছু বাড়িতে পাখাও চলে খুব ঢিমে গতিতে। মনে করা হয়, রেগুলেটর নিচের দিকে থাকলে বিদ্যুৎ খরচ কম হবে।

advertisement

আরও পড়ুন- সোশ্যাল মিডিয়ায় ভিডিও লাইক অভ্যাস পথে বসাবে! ইউটিউবে লাইক করে প্রতারণার শিকার

কিন্তু সত্যিই কি তাই! জেনে নেওয়া যাক বিস্তারিত—

পাখা যত জোরে ঘুরবে, তত শক্তি খরচ বেশি হবে, একথা সত্যি। আর সেই খরচ নিয়ন্ত্রণ করতে পারে ছোট্ট রেগুলেটরটি। ফলে বলা যেতেই পারে যে পাখার গতির বিদ্যুৎ খরচ কমাতে বা বাড়াতে পারে। কিন্তু, এমন অনেক রেগুলেটর রয়েছে যা বিদ্যুৎ খরচের উপর কোনও প্রভাব ফেলে না। এগুলো শুধুমাত্র পাখার গতি নিয়ন্ত্রণ করে।

advertisement

ভোল্টেজ কমানোয় সহায়ক রেগুলেটর—

সাধারণত যে রেগুলেটরগুলো ব্যবহার করা হয়, তারা পাখা চলার সময় পাখায় কম ভোল্টেজ পাঠাতে এবং তার গতি কমাতে সাহায্য করে। কিন্তু এভাবে বিদ্যুৎ সাশ্রয় হয় না। কারণ এই নিয়ন্ত্রক একটি প্রতিরোধক হিসাবে কাজ করে।

আরও পড়ুন- আপনার Facebook প্রোফাইলে কে ঘন ঘন নজর রাখে? জেনে যাবেন এই সহজ উপায়ে

advertisement

পাখার গতি হ্রাস পেলেই বিদ্যুৎ সাশ্রয় হল বলা যায় না। আগে এভাবেই রেগুলেটর ব্যবহার করা হত। কিন্তু উন্নত প্রযুক্তির সঙ্গে সঙ্গে রেগুলেটরের মানও বদলেছে। আধুনিক রেগুলেটর কিন্তু বিদ্যুৎ সাশ্রয় করতে পারে।

ইলেকট্রনিক রেগুলেটরে বিদ্যুৎ সাশ্রয়—

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

ইলেকট্রনিক রেগুলেটর এখন বেশি ব্যবহৃত হয় এবং মনে করা হয় যে এগুলো বিদ্যুৎ সাশ্রয় করতে পারে। পাখার সর্বোচ্চ গতি এবং তার সর্বনিম্ন গতির মধ্যে শক্তির পার্থক্য করা সম্ভব এধরনের রেগুলেটর ব্যবহার করে। ফলে বেশ খানিকটা অর্থ সঞ্চয়ও করে ফেলা যায়।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
রেগুলেটর-এ ১-এ পাখা চালালে কি ইলেকট্রিসিটি বিল বেশি আসে? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল