তবে নিশ্চিত ভাবে বলা যেতে পারে যে, বেশিরভাগ মানুষই এর অর্থ জানেন না। তাহলে সেটাই জেনে নেওয়া যাক। আসলে কী ধরনের গাড়ি এবং এর ব্যবহারই বা কী, সেই বিষয়েই তথ্য দেয় নম্বর প্লেটের রঙ। এই পরিস্থিতিতে আমরা আজকের প্রতিবেদনে কালো নম্বর প্লেটের তাৎপর্য এবং ব্যবহার সম্পর্কে আলোচনা করে নেব।
আরও পড়ুন- ছোট ব্যবসায়ীদের জন্য সুখবর আনল জিও! সাশ্রয় হবে অনেক টাকা! জেনে নিন বিস্তারিত
advertisement
কালো নম্বর প্লেট বা ব্ল্যাক নম্বর প্লেট:
সাধারণত যে গাড়িগুলিতে কালো রঙের নম্বর প্লেট থাকে, সেগুলি আসলে ভাড়ার গাড়ি। মূলত বিলাসবহুল হোটেল থেকেই চালানো হয় এই গাড়ি। এক্ষেত্রে অবশ্য কোনও রকমের বাণিজ্যিক লাইসেন্স বা কমার্শিয়াল লাইসেন্সের প্রয়োজন হয় না।
কেন কালো নম্বর প্লেট ব্যবহার করা হয়?
আইডেন্টিফিকেশন:
গাড়িটি যে ভাড়া খাটে কিংবা সেটি যে ভাড়ার গাড়ি, সেটা যাতে বোঝানো যায়, তার জন্য কালো রঙের নম্বর প্লেট ব্যবহার করা হয়।
বাণিজ্যিক লাইসেন্স বা কমার্শিয়াল লাইসেন্স:
এই ধরনের গাড়ির জন্য কোনও রকম বাণিজ্যিক লাইসেন্স বা কমার্শিয়াল লাইসেন্সের প্রয়োজন হয় না।
অন্যান্য রঙের নম্বর প্লেট এবং এর অর্থ:
সাদা রঙের নম্বর প্লেট:
প্রাইভেট গাড়ির নম্বর প্লেট সাধারণত সাদা রঙেরই হয়।
হলুদ রঙের নম্বর প্লেট:
কমার্শিয়াল বা বাণিজ্যিক গাড়ির এই রঙের নম্বর প্লেট থাকে। ট্যাক্সি, অটো, বাস ইত্যাদি গাড়িতেই হলুদ রঙের নম্বর প্লেট দেখা যায়।
লাল রঙের নম্বর প্লেট:
এটি আসলে অস্থায়ী নম্বর প্লেট। সাধারণত নতুন গাড়ি কেনার পর তাতে লাল রঙের নম্বর প্লেট লাগানো হয় অস্থায়ী ভাবে।
নীল রঙের নম্বর প্লেট:
সরকারি গাড়িতেই মূলত এই রঙের নম্বর প্লেট ব্যবহার করা হয়ে থাকে।
সবুজ রঙের নম্বর প্লেট:
আরও পড়ুন- এক মিনিটে হ্যাক হতে পারে আপনার ফেসবুক, কীভাবে রাখবেন নিজের প্রোফাইল সুরক্ষিত, জেনে নিন
ইলেকট্রিক গাড়ি বা বৈদ্যুতিক গাড়িতেই সবুজ রঙের নম্বর প্লেট বসানো হয়।
এছাড়াও আরও কয়েকটি বিষয় মাথায় রাখা আবশ্যক। সেগুলি নীচে উল্লেখ করা হল।
১. কয়েকটি রাজ্যে স্থানীয় পর্যায়ে নির্দিষ্ট কয়েক ধরনের গাড়িতে আলাদা রঙের নম্বর প্লেট বসানো হতে পারে।
২. সময়ের সঙ্গে সঙ্গে নম্বর প্লেটের রঙ এবং অর্থ পরিবর্তন হতে পারে।
৩. নিজের গাড়ির নম্বর প্লেটের বিষয়ে যদি আরও তথ্যের প্রয়োজন হয়, তাহলে নিজেদের এলাকার আরটিও অফিসে যোগাযোগ করা যেতে পারে।