TRENDING:

আপনার বাড়িও দেখা যাবে Google Maps-এ! কীভাবে লোকেশন রেজিস্টার করবেন? দেখে নিন

Last Updated:

যে কেউ Google Maps-এ বাড়ির লোকেশন রেজিস্টার করতে পারেন। ম্যাপে জ্বলজ্বল করবে তাঁর বাড়ির নাম। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, ডেলিভারি বয় Google Maps-এ ঠিকানা সার্চ করেই বাড়িতে পৌঁছে যাবেন। খোঁজাখুঁজি করতে হবে না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অলি-গলির মধ্যে বাড়ি। রাস্তা চিনতে ডেলিভারি বয়ের নাজেহাল দশা। অনেক সময় খোদ আত্মীয়স্বজনরাই গুলিয়ে ফেলেন। এমনটা হলে চিন্তা নেই। সহজ সমাধান রয়েছে। সেটা হল Google Maps।
News18
News18
advertisement

যে কেউ Google Maps-এ বাড়ির লোকেশন রেজিস্টার করতে পারেন। ম্যাপে জ্বলজ্বল করবে তাঁর বাড়ির নাম। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, ডেলিভারি বয় Google Maps-এ ঠিকানা সার্চ করেই বাড়িতে পৌঁছে যাবেন। খোঁজাখুঁজি করতে হবে না।

প্রথমে Google Maps খুলে বাড়ির লোকেশন সার্চ করতে হবে। ম্যাপে জুম ইন এবং জুম আউট অপশন রয়েছে। সঙ্গে রয়েছে পিন। ম্যাপে যে জায়গায় বাড়ি রয়েছে সেখানে পিন এনে রাখতে হবে। তারপর ক্লিক করতে হবে ‘Next’ বাটনে।

advertisement

এখানে বাড়ির বিস্তারিত তথ্য দিতে হবে। অ্যাপার্টমেন্ট, বাড়ির নম্বর ইত্যাদি। চাইলে ফোন নম্বরও দেওয়া যায়। সবকিছু লিখে “Submit’ বাটনে ক্লিক করলে গুগলের কাছে সব তথ্য জমা পড়ে যাবে।

বাড়ির নাম এবং সম্পূর্ণ ঠিকানা: ‘Name’ -এর জায়গায় বাড়ি বা বিল্ডিংয়ের নাম লিখতে হবে। আর ‘Address’ -এর জায়গায় সম্পূর্ণ ঠিকানা। গলির নম্বর, ল্যান্ডমার্ক, পিন কোড সবকিছু লিখতে হবে, যাতে বাড়ি সহজেই খুঁজে পাওয়া যায়।

advertisement

‘Add a missing place’ অপশন: এবার Google Maps-এ ‘Add a missing place’ অপশন সিলেক্ট করতে হবে। একটা নতুন পেজ খুলে যাবে। সেখানে ‘Add a missing place’ বাটনে ক্লিক করতে হবে।

আরও পড়ুন- প্রেম দিবসে সঙ্গীকে নিয়ে হোটেল রুমে যাবেন? লুকোনো ক্যামেরা নেই তো? বুঝুন এই উপায়ে

advertisement

‘Contribute’ বাটন: এরপর ক্লিক করতে হবে ‘Contribute’ বাটনে। স্ক্রিনের নীচের ডানদিকে “Contribute” বাটন রয়েছে। এতে ক্লিক করলে একটা মেনু ওপেন হবে। সেখানে ‘Add Place’ অপশন থাকবে। এই অপশন সিলেক্ট করে নির্দেশ মতো এগোতে হবে।

Google Maps অ্যাপে লগ ইন করুন: সবার প্রথমে ফোন বা ট্যাবে Google Maps অ্যাপ খুলতে হবে। আগে থেকেই লগ ইন করা থাকলে ভাল। না করা থাকলে Google অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে। তারপর উপরের যেমন বলা হয়েছে, সেভাবে ধাপে ধাপে এগোলেই লোকেশন অ্যাড হয়ে যাবে।

advertisement

আরও পড়ুন- WhatsApp-এ সাইবার হানা হ্যাকারদের! সাবধান, আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়নি তো?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Google Maps-এ বাড়ির লোকেশন অ্যাড করার পর Google সেটা ভেরিফাই করবে। এর জন্য কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত সময় লাগতে পারে। ভেরিফাই হয়ে গেলে বাড়ির লোকেশন ম্যাপে লাইভ হয়ে যাবে। যে কেউ ঠিকানা সার্চ করে সরাসরি বাড়িতে পৌঁছতে পারবেন। গুলিয়ে যাওয়ার ভয় থাকবে না।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
আপনার বাড়িও দেখা যাবে Google Maps-এ! কীভাবে লোকেশন রেজিস্টার করবেন? দেখে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল