TRENDING:

টাকা দিতে যাবেন, দেখলেন নেট নেই! ফোন পে, গুগল পে ব্যবহার করবেন কী করে? রইল টিপস

Last Updated:

UPI payment- আর প্রায় সকলেই অনলাইন পেমেন্টের উপর মারাত্মক ভাবে ভরসা করছেন। যদিও এই ধরনের লেনদেনের জন্য আমাদের ইন্টারনেট সংযোগের উপর নির্ভর করতে হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আজকাল এই ডিজিটাল যুগে আমাদের রোজকার জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে UPI। শপিং হোক অথবা রেস্তোরাঁয় খানাপিনা হোক, সব ক্ষেত্রেই টাকাপয়সা মেটানোর জন্য বেশিরভাগ মানুষ ক্যাশলেস এই মাধ্যমকে বেছে নিচ্ছেন। আর প্রায় সকলেই অনলাইন পেমেন্টের উপর মারাত্মক ভাবে ভরসা করছেন।
News18
News18
advertisement

যদিও এই ধরনের লেনদেনের জন্য আমাদের ইন্টারনেট সংযোগের উপর নির্ভর করতে হয়। আর কোনও সময় যদি ইন্টারনেট কাজ করা বন্ধ করে দেয়, তাহলে পেমেন্ট করা বা লেনদেন বাধাপ্রাপ্ত হবে। ফলে তীব্র সমস্যার সৃষ্টি হবে। কিন্তু এখন ব্যবহারকারীরা ইন্টারনেট সংযোগ ছাড়াই UPI ব্যবহার করার সুযোগ পাবেন।

আরও পড়ুন- বাইক চলতে চলতে বন্ধ হয় কেন? ৫টি জিনিস মাথায় রাখুন, সমস্যা হবে না

advertisement

এটা নিঃসন্দেহে ব্যবহারকারীদের জন্য খুশির খবর। আসলে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই) এক নতুন পরিষেবা চালু করেছে। যার মাধ্যমে ইন্টারনেট ব্যবহার না করে UPI লেনদেন করা সম্ভব। আর এই পরিষেবার মাধ্যমে ব্যবহারকারীরা অফলাইন ব্যাঙ্কিং পরিষেবা লাভ করতে পারবেন, এর জন্য শুধুমাত্র অফিসিয়াল USSD কোড *99# ডায়াল করতে হবে।

এই নম্বরের সাহায্যে ব্যবহারকারীরা একাধিক ব্যাঙ্কিং পরিষেবা লাভ করতে সক্ষম হবেন। এর মধ্যে অন্যতম হল ইন্টারব্যাঙ্ক ফান্ড ট্রান্সফারস, অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করা এবং UPI PIN সেট অথবা পরিবর্তন করা ইত্যাদি।

advertisement

আরও পড়ুন- ১..২..৩.., জন্ম তারিখ! ‘দুর্বল’ পাসওয়ার্ড কোনগুলো? না জানলেই হবে ‘ডিজিটাল চুরি

লেনদেন বা পেমেন্টের জন্য USSD Code কীভাবে ব্যবহার করা যাবে?

১. ব্যাঙ্কের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে *99# ডায়াল করতে হবে।

২. এবার ফোনের স্ক্রিনে ভেসে ওঠা তালিকা থেকে নিজের পছন্দের ভাষা বেছে নিতে হবে। তার জন্য সংশ্লিষ্ট নম্বর সিলেক্ট করা আবশ্যক।

advertisement

৩. কাঙ্ক্ষিত ব্যাঙ্কি ফেসিলিটি সিলেক্ট করতে হবে। যেমন – টাকা পাঠানো, ব্যালেন্স চেক করা অথবা লেনদেন দেখা ইত্যাদি।

৪. টাকা ট্রান্সফার করা বা টাকা পাঠানোর জন্য ‘1’ টাইপ করে Send-এ প্রেস করতে হবে।

৫. এবার টাকা পাঠানোর জন্য মেথড বেছে নেওয়ার পালা। যেমন – মোবাইল নম্বর, UPI ID, সেভ করা কোনও একটি কন্ট্যাক্ট অথবা অন্য অপশন। এরপর Send-এ ক্লিক করতে হবে।

advertisement

৬. ব্যবহারকারী যদি মোবাইল নম্বর অপশন ব্যবহার করে টাকা পাঠাতে চান, তাহলে প্রাপকের নম্বর সিলেক্ট করতে হবে। তারপর Send অপশনে প্রেস করতে হবে।

৭. এবার ব্যবহারকারী কত টাকা পাঠাতে চাইছেন, সেটা এন্টার করতে হবে এবং Send-এ প্রেস করতে হবে।

৮. অপশনাল ভাবে পেমেন্টের জন্য একটি রিমার্ক অ্যাড করতে হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

৯. এরপর সব শেষে লেনদেন সম্পন্ন করার জন্য নিজের UPI PIN এন্টার করতে হবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
টাকা দিতে যাবেন, দেখলেন নেট নেই! ফোন পে, গুগল পে ব্যবহার করবেন কী করে? রইল টিপস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল