তার মধ্যে অন্যতম হতে পারে নিজের গাড়ির সঠিক রক্ষণাবেক্ষণ। গাড়ির হেডলাইটের আলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা সব সময় সঠিক মাত্রায় উজ্জ্বল রাখা প্রয়োজন। বিশেষত যাঁরা রাতে গাড়ি চালান তাঁদের জন্য হেডলাইটের আলোর উজ্জ্বলতা উপযুক্ত রাখা খুবই প্রয়োজন।
নানা কারণে হেডলাইটের উজ্জ্বলতা হারিয়ে যেতে পারে। সেক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখলেই অনেকটা উপকার হতে পারে। যেমন—
advertisement
হেডলাইট পরিষ্কার রাখা:
রাস্তায় দিনের পর দিন গাড়ি চললে ধুলো ময়লা পড়ে যায়। হেডলাইটের উপর ধুলো জমা হয়ে আলোর ঔজ্জ্বল্য হ্রাস করে দিতে পারে। তাই তা নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন। নিজেই সামান্য ডিটারজেন্ট আর জল দিয়ে হেডলাইট পরিষ্কার করে নেওয়া যায়।
আরও পড়ুন- চলন্ত ট্রেনে কেন হু হু করে ফোনের ব্যাটারি শেষ হয়? আসল কারণটা জানেন না অনেকেই
নতুন আলো:
তবে একটা সময়ের পর গাড়ির হেডলাইট বদলে ফেলাও প্রয়োজন। পুরনো হলে হেডলাইট ঘোলাটে হয়ে যেতে পারে।
LED বা HID আলো:
LED বা HID আলো দীর্ঘদিন কাজ করতে পারে। এদের উজ্জ্বলতাও অনেক বেশি। তাছাড়া, এই ধরনের আলো বিদ্যুৎ সাশ্রয় করে। তাই গাড়ির ব্যাটারির উপরও কম চাপ পড়ে। পুরনো হ্যালোজেন হলুদ আলোর তুলনায় এগুলি অনেক বেশি উজ্জ্বল সাদা আলো দেয়। তবে সেক্ষেত্রে স্থানীয় সড়ক পরিবহণ আইনের দিকটি খতিয়ে দেখে নিতে হবে।
গাড়ির বৈদ্যুতীন ব্যবস্থায় নজর:
গাড়িতে ঠিক মতো বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে কিনা সেদিকেও নজর রাখতে হবে। নিয়মিত ব্যাটারি, তার-সহ বিভিন্ন বৈদ্যুতিক ব্যবস্থার উপর নজর রাখতে হবে। ত্রুটি ধরা পড়লেই তা মেরামত করিয়ে নেওয়া প্রয়োজন।
আলো লাগানোর দিকে নজর:
হেডলাইট ঠিক সমতলে লাগানো হয়েছে কিনা, সেবিষয়টিও লক্ষ করতে হবে। না হলে আলো জ্বলতে অসুবিধা হতে পারে।
আরও পড়ুন- প্যান্টের কোন পকেটে ফোন রাখতে হয়? ৯০ শতাংশ মানুষ জানেন না, বড় ভুল করেন
সহায়ক আলোর ব্যবস্থা:
রাস্তায় চলতে চলতে আলো খারাপ হয়ে গেলে বা কখনও হেডলাইট পর্যাপ্ত বলে মনে না হলে একটা সহায়ক আলোর ব্যবস্থা করে রাখাই বুদ্ধিমানের কাজ। এই ধরনের অতিরিক্ত সহায়ক আলো সহজেই ইনস্টল করে নেওয়া যেতে পারে।