হ্যাকিং আতঙ্কের মধ্যেই আলোড়ন তুলল হোয়াটস অ্যাপের স্প্যাম লিঙ্ক ৷
হোয়াটস অ্যাপকে আরও আকর্ষণীয় করে তোলার ফাঁদ পেতে তথ্য চুরির জাল বিছাচ্ছে একদল হ্যাকার ৷ Tired of whatsapp green color? new colors have been released, see http:// whatsapp.com/?colors
advertisement
লিঙ্কে ক্লিক করলেই সর্বনাশ ৷ ফোন আক্রান্ত হবে অজানা ম্যালওয়ারে ৷ মুহূর্তের মধ্যে চুরি হয়ে যাবে আপনার যাবতীয় ব্যক্তিগত তথ্য ৷ ছবি থেকে ইমেল সবকিছু ৷ নেট ব্যাঙ্কিংয়ের সুবিধার্থে ফোনে ব্যাঙ্কিং অ্যাপ থাকলে তার থেকেও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত তথ্য চলে যাবে হ্যাকারদের হাতে ৷ সিম কার্ড সংক্রান্ত অ্যাপ প্রোফাইল থেকে ম্যালওয়ার কপি করে নেবে ব্যবহারকারীর পরিচয়পত্র, আধার নম্বর ৷ ইউনিক আইডেনটিফিকেশন কোড হাতে পেলেই তা থেকে জাল নথি বানাতে প্রতারকদের বিশেষ কষ্ট করতে হবে না ৷
এতো গেল লিঙ্কে ক্লিক করার এফেক্ট ৷ কিন্তু অজান্তে কেউ যদি লিঙ্কে ক্লিক করে ফেলেন, তাহলে একটি নতুন উইন্ডো দেখতে পাবেন ৷ যাতে বলা হবে হোয়াটস অ্যাপের এই নতুন ফিচারটি তখনই আপনার মোবাইলে অ্যাক্টিভেট হবে যখন এই লিঙ্কটি সাতটি হোয়াটস অ্যাপ গ্রুপে অথবা ১২ জন বন্ধুকে পাঠানো হবে ৷ এই ভাবে স্প্যামটি শুধু আপনার নয়, অন্য আরও অনেকের মোবাইলের সর্বনাশ করার রাস্তা খুঁজে নেবে ৷
তাই একরম কোনও লিঙ্ক হোয়াটস অ্যাপে পেলে ক্লিক করবেন না বা অ্যাক্টিভেট করার চেষ্টা করবেন না ৷ সতর্ক থাকুন, অন্যকেও সতর্ক করার চেষ্টা করুন ৷