এবার দীপাবলির আগে গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার নিয়ে এল নামী বাইক প্রস্তুতকারী সংস্থা হন্ডা। এমনিতেই ভারতে বেশ কয়েকটি হন্ডার বাইক বেশ জনপ্রিয়তা পেয়েছে। তার মধ্যে হন্ডা এসপি ১২৫ উল্লেখযোগ্য। আর এবার উৎসবের মরশুমে বাইকের বিক্রি বাড়ানোর জন্য হন্ডা আকর্ষণী অফার দিচ্ছে।
আরও পড়ুন- বিরাট সাফল্য! পৃথিবীকে বাঁচাতে গ্রহাণুর পথ ঘুরিয়ে দিল নাসা, চমকে ওঠা গল্প
advertisement
হন্ডা সাইন বাইকটি কেনার প্ল্যান করে থাকলে দুর্দান্ত সুযোগ। এক পয়সাও লাগবে না বুকিং করতে। এমনকী ইএমআইয়ের উপরও বাড়তি কোনও সুদ দিতে হবে না। আর কী চাই! আজই বুকিং করে নিন তবে।
এখানেই শেষ নয়। আরও একটি আকর্ষণীয় অফার রয়েছে। গ্রাহকরা ৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। Standard Chartered, IDFC, Federal Bank ও Bank of Baroda-র ক্রেডিট কার্ড যাঁরা ব্যবহার করেন, তাঁরা এই সুবিধা পাবেন।
কম বাজেটের মধ্যে হন্ডা সাইন একটি দুর্দান্ত বাইক। কেউ যদি দুর্দান্ত মাইলেজ পেতে চান, তা হলে এই মডেল প্রথম পছন্দ হতে পারেন। তার উপর ৩১ অক্টোবর পর্যন্ত এই দুর্দান্ত অফার চলবে। ফলে এই সময় হন্ডা সাইন কেনার সেরা সময়, তা আর বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন- কল্পবিজ্ঞানের পাতা থেকে বাস্তবে! দুবাইয়ের আকাশে উড়ন্ত গাড়ি!
অগাস্ট মাসে হন্ডা সাইনের একটি নতুন একটি মডেল লঞ্চ হয়েছে। তাতে বেশ কিছু কস্মেটিক আপডেট দেওয়া হয়েছে। এমনকী এই নতুন মডেল পাওয়া যাবে একটি বাড়তি রঙে। একেবারে বিনা পয়সায় বুকিং করতে পারবেন এই মডেল। তা হলে আর দেরি কেন!