DigiLocker আপনার আধার কার্ড ও ফোন নম্বরের সঙ্গে লিঙ্ক থাকে৷ এর মাধ্যমে আপনি আপনার ডকুমেন্টের স্ক্যান করা কপি PDF, JPEG ও PNG ফর্ম্যাটে আপলোড করে সেভ করে রাখতে পারবেন৷ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি এই ডকুমেন্টে ই-সাইনও করতে পারবেন৷ এটা একদম সেলফ অ্যাটাস্টেড ফিজিক্যাল ডকুমেন্টের মত কাজ করে৷ বর্তমান সময়ে ডিজিলকার খুবই গুরুত্বপূর্ণ। কারণ যে ভাবে হ্যাকারদের উৎপাত বেড়ে চলেছে তাই যে কোনও জায়গায় নিজেদের গুরুত্বপূর্ণ দরকারি কাগজপত্র, নথি রাখা উচিত নয়। সেই সকল দরকারি গুরুত্বপূর্ণ জিনিস রাখা প্রয়োজন ডিজিলকারে। এর ফলে এটি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে। এক নজরে দেখে নিন এই ডিজিলকারে অ্যাকাউন্ট খোলার উপায়।
advertisement
ডিজিলকারে অ্যাকাউন্ট খোলার উপায় -
স্টেপ ১ - ডিজিলকারে অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে Digitallocker.Gov.In ওয়েবসাইটে যেতে হবে৷ কিন্তু তার আগে এটা নিশ্চিত করতে হবে যে আপনার ফোন নম্বর আধার নম্বরের সঙ্গে রেজিস্টার্ড রয়েছে কিনা। ফোন নম্বর রেজিস্টার্ড না থাকলে এটা ব্যবহার করা যাবে না৷ তাই সবার আগে এই কাজটি করতে হবে।
স্টেপ ২ - এরপর Sign Up-এ ক্লিক করে নিজের নাম, জন্মদিন, রেজিস্টার্ড মোবাইল নম্বর, ইমেল আইডি ও পাসওয়ার্ড দিতে হবে৷ পাসওয়ার্ড আপনি নিজে বানাতে পারবেন৷
স্টেপ ৩ - এরপর ১২ অঙ্কের আধার নম্বর দিতে হবে৷ আধার নম্বর দিতেই দু’টি বিকল্প চলে আসবে৷ OTP ও ফিঙ্গারপ্রিন্ট৷ এর মধ্যে যে কোনও একটি ব্যবহার করতে পারবেন৷
স্টেপ ৪ - যেই এই প্রক্রিয়া পুরো হয়ে যাবে আপনাকে ইউজার নাম ও পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলা হবে৷ এর মাধ্যমে ডিজি-লকারে লগইন করতে পারবেন৷