উভয় ফ্ল্যাগশিপ ফোনেই নিজস্ব OS ক্যাটেগরি – iOS এবং Android-এ টপ স্পেক্স অফার করে। তবু কোন টেক জায়ান্টের আপগ্রেডেশন অন্যকে ছাপিয়ে গিয়েছে, সেই তুলনা তো করতেই হবে। এখন দেখে নেওয়া যাক অ্যাপলের আইফোন ১৫ এবং গুগলের ৮-এর দাম এবং অন্যান্য বৈশিষ্ট্য।
আরও পড়ুন: পোস্ট অফিসের বাম্পার স্কিম, দিনে ৫০ টাকা করে জমিয়ে ম্যাচিউরিটিতে পাবেন ৩৫ লক্ষ টাকা
advertisement
দাম এবং কোথায় পাওয়া যাচ্ছে: ভারতে আইফোন ১৪-এর দামেই আইফোন ১৫ লঞ্চ করেছে অ্যাপল। ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৭৯,৯০০ টাকা, ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৮৯,৯০০ টাকা এবং ৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম ১,০৯,৯০০ টাকা। অন্য দিকে, গুগল পিক্সেল ৮-এর দুটি ভ্যারিয়েন্ট, ১২৮ জিবি এবং ২৫৬ জিবি। ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৭৫,৯৯৯ টাকা এবং ২৫৬ ভ্যারিয়েন্টের দাম ৮২,৯৯৯ টাকা। দুটি ফোনই ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে। প্রি-অর্ডার উইন্ডো এখনও খোলা। এছাড়া আইসিআইসিআই, কোটাক এবং অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডে কিনলে ৮ হাজার টাকা ছাড় এবং অন্যান্য অফার মিলছে।
ডিজাইন এবং ডিসপ্লে: আইফোন ১৫-এ ৬.১ ইঞ্চির ডিসপ্লে। পাঁচ রকমের রঙে পাওয়া যাচ্ছে – গোলাপি, হলুদ, সবুজ, নীল এবং কালো। আইফোন ১৪-এর মতোই ডিজাইন। তবে সাধারণ খাঁজের পরিবর্তে আইফোন ১৫-এ ভ্যারিয়েন্টে ডায়নামিক আইল্যান্ড নচ যুক্ত হয়েছে। আইফোন ১৪ প্রো-তে এই ডিজাইন ব্যাপক জনপ্রিয় হয়েছিল। অন্য দিকে, গুগলের পিক্সেল ৮, পিক্সেল ৭-এর তুলনায় কিছুটা ছোট। এতে রয়েছে ১২০ Hz রিফ্রেশ রেট সহ একটি ৬.২ ইঞ্চির Actua ডিসপ্লে।
আরও পড়ুন: ভোটার কার্ডে ঠিকানা বদলাবেন কীভাবে? দেখে নিন সহজ পদ্ধতি, কাজ হয়ে যাবে কয়েক ক্লিকে
ক্যামেরা: আইফোন ১৫-তে দুর্দান্ত মানের ক্যামেরা রয়েছে। দেওয়া হয়েছে ৪৮ মেগাপিক্সলের প্রাইমারি সেন্সর। কম আলোতেও অসাধারণ ছবি উঠবে। পিক্সল ৮-এর ক্যামেরাও কম যায় না। এতে রয়েছে ট্রিপল-ক্যামেরা কনফিগারেশন, ৫০ মেগাপিক্সেল Octa-PD প্রাইমারি ক্যামেরা, একটি ৮x সুপার-রেস ডিজিটাল জুম লেন্স এবং অটোফোকাস ও ম্যাক্রো ক্ষমতার সঙ্গে সজ্জিত ১২ মেগাপিক্সেলের সেন্সর।
অন্যান্য বৈশিষ্ট্য: আইফোন ১৫-এ রয়েছে বেশ কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট। এর মধ্যে ডায়নামিক আইল্যান্ড নচ অন্যতম। প্রথাগত লাইটনিং পোর্টের পরিবর্তে দেওয়া হয়েছে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট। এর সঙ্গে স্মার্ট HDR, উন্নত নাইট মোড এবং ৬০FPS-এ ৪K ভিডিও ক্যাপচার করার ক্ষমতা সহ একাধিক আপগ্রেড। গুগল পিক্সেল ৮-এও কিছু স্ট্যান্ডআউট ফিচার রয়েছে। যেমন বেস্ট টেক, ম্যাজিক এডিটর ইত্যাদি।
News18 Bangla এবার Whatsapp-এ, এক ক্লিকেই খবরের আপডেট জানতে সাবস্ক্রাইব করুন- https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F