খবর বলছে, জি৭ ১৫ ৭৫০০ দেশের বাজারে এসেছে মোট দু' রকমের কনফিগারেশন নিয়ে। কোর আই৭, ১৬ জিবি র্যাম আর ১ টিবি এসএসডি- এই কম্বিনেশনের দিকে হাত বাড়াতে চাইলে আপনাকে দিতে হবে ১,৬১,৯৯০ টাকা। অন্য দিকে, কোর আই৯, ১৬ জিবি র্যাম আর ১ টিবি এসএসডি মডেল-ই যদি আপনার পছন্দের তালিকায় থাকে, সে ক্ষেত্রে এক লাফে দাম বেড়ে যাবে অনেকটা- পাক্কা ২,০৭৯৯০ টাকা। মিনারেল ব্যাক কালারের এই দু'টি মডেল-ই আপাতত অনলাইন, ডেল-এর এক্সক্লুসিভ স্টোর এবং কিছু বাছাই করা মাল্টি-ব্র্যান্ড আউটলেটে পাওয়া যাচ্ছে।
advertisement
এ বার আসা যাক স্পেসিফিকেশনের ব্যাপারে। খবর মোতাবেকে, ডেল জি৭ ১৫ পাওয়া যাচ্ছে উইন্ডোজ ১০ প্রি-ইনস্টলড অবস্থায়। এতে থাকছে ৩০০এইচজেড রিফ্রেশ রেট এবং ৩০০ নিটস ব্রাইটনেসের সুবিধাসহ ১৫ ইঞ্চি ফুল এইচডি (১৯২০X১০৮০ পিক্সেল) অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লে। সর্বোচ্চ ১০ জেন ইনটেল কোর আই৯ ১০৮৮৫ এইচ অক্টা-কোর সিপিইউ এবং ৮ জিবিজিডিডিআর৬ র্যাম-সহ সর্বোচ্চ এনভিডিয়া জি ফোর্স আরটিএক্স ২০৭০ ম্যাক্স-কিউ জিপিইউ পাওয়া যাচ্ছে একটি মডেলে। আর জি৭ ১৫ ৭৫০০-তে থাকছে ১৬ জিবি ডিডিআর৪ র্যাম। স্টোরেজের জন্য এই মডেলে আপনি পাবেন ১ টিবি পিসিআইই এম.২ এসএসডি কার্ড।
কানেকটিভিটির দিক থেকে দেখলে ওয়াইফাই, ব্লুটুথ ৫.১, এইচডিএমআই ২.০ পোর্ট, তিনটে ইউএসবি ৩.২ জেন ১ টাইপ-এ পোর্ট, ২-ইন-১ এসডি কার্ড স্লট, আরজেআর৫ পোর্ট, ৩.৫ এমএম হেডফোন জ্যাক, থান্ডারবোল্ট ৩ পোর্ট মিলবে। অডিও তুখোড়- নাহিমিক ৩ডি অডিওর সুবিধাযুক্ত দুটো স্পিকার থাকবে। আর থাকবে ৭২০পি ওয়েবক্যাম।
৮৬ডব্লিউএইচ ব্যাটারি, ডব্লিউএএসডি কি-বোর্ড যুক্ত এই মডেলের আয়তন ২৬৭.৭X৩৫৭.২X১৮.৩ এমএম; ওজন ২.১ কেজি।