TRENDING:

Dating Apps: প্রেম খুঁজছেন ডেটিং অ্যাপে ! রইল প্রেমিক-প্রেমিকাদের জন্য বিশেষ টিপস

Last Updated:

Do's and Don't's of Dating app: ডেটিং অ্যাপ ব্যবহারের আগে অবশ্যই এর ডু অ্যান্ড ডোন্টস অবশ্যই জেনে নেওয়া উচিত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সাদা কাগজে রক্ত দিয়ে প্রেমের চিঠি লিখত সেই ১৯ বছরের ছেলেটি ৷ চিঠি পড়ে প্রেমের জোয়ারে ভেসেছিল সদ্য যৌবনে পা রাখা মেয়েটি ৷ একটু ভয়, একটু উত্তেজনা আর চোখ জুড়ে রঙিন স্বপ্ন ৷ এসব এখন বেশ পুরনো ৷ ইন্টারনেটের যুগে প্রেমের অপর নাম ‘ডেটিং’ ৷ আর এই ডেটিংয়েই ‘সেটিং’ হয়ে যায় প্রেমের ৷
advertisement

তবে এখনও ভারতে ডেটিং শব্দটা সঠিক অর্থে ব্যবহার হয় না ৷ বরং, ডেটিং শব্দের ফাঁদে পড়ে অনেক সময়ই প্রেম কোথায় জানি উড়ে যায় ! ডেটিং আসলে এমন একটি বিষয়, যেখানে দুটি মানুষের দেখা, আলাপ-পরিচয়, তারপর দু’জনের ঠিক করে নেওয়া, তাঁরা প্রেমের সম্পর্কে যুক্ত হবেন নাকি শুধুই শরীরী খেলায় ৷

তবে ইদানিং দেখা গিয়েছে, ভারতে ছোট ছোট শহরে ডেটিং অ্যাপ অনেক ক্ষেত্রেই ভ্রান্ত ধারণার জন্ম দিচ্ছে ৷ আর এই ভ্রান্ত ধারণা থেকেই কিশোর-কিশোরীরা ভুল পথে পা বাড়িয়ে বিপদের সম্মুখীন হচ্ছে ৷

advertisement

ঠিক যেমন ঘটে গোওয়ালিয়রের বিবেকের সঙ্গে ৷ টিন্ডার অ্যাপে একটি মেয়ের সঙ্গে আলাপ হয় বিবেকের ৷ চ্যাটে অনেকদিন ধরে কথা হতে থাকে ৷ তারপর দেখা হয় ৷ মেয়েটি তাঁর মুখ পুরোটা ঢেকে হাজির হয়েছিল কফি শপে ৷ কফি শপে ঢুকে মুখের ঢাকা সরাতেই দেখতে পাই, মেয়েটি নামকরা এক গুণ্ডার বোন !

advertisement

ডেটিং অ্যাপ ব্যবহারের আগে অবশ্যই এর ডু অ্যান্ড ডোন্টস অবশ্যই জেনে নেওয়া উচিত ---

বিন্দাস থাকুন

ডেটে যাওয়ার জন্য মনে মনে তৈরি থাকলেও, পাগলামোটা একেবারেই অনুচিত ৷ তার চেয়ে বরং স্লো ও স্টেডি থাকুন ৷

লিমিটে থাকুন

একটি পরিধির মধ্যে থেকেই আচরণ করুন ৷ সঙ্গে সঙ্গে অন্যের পরিধিকেও সম্মান দিন ৷ বিপরীতে থাকা মানুষটি যেটাতে আগ্রহী নয়, সেটাও জোর করা উচিত নয় ৷

advertisement

বোল্ড থাকুন

নিজে এই ডেট থেকে কী চাইছেন, সেটা নিয়ে পরিষ্কার থাকুন ৷ ডেটে গিয়ে অন্যের কাছে সেই স্পষ্ট মেসেজটা পাঠিয়ে দিন ৷

চোখ-কান খোলা রাখুন

ডেট করতে গিয়ে অবশ্যই চোখ-কান খোলা রাখুন ৷ আবেগে ভেসে যাবেন না ৷ যদি বুঝতে পারেন, এই ডেটটি আসলে কোনও ট্র্যাপ ৷ তাহলে তৎক্ষণাৎ সেখান থেকে সরে যান ৷

advertisement

ধীরে বৎস

স্লো বাট স্টেডি ৷ এই দুটো শব্দকে একেবারে মনে গেঁথে রাখুন ৷ আবেগ থাকুন কন্ট্রোলে ৷ প্রথম দিনই প্রেমে পড়ে যাবেন না ৷

আচার-আচরণ থাকুক সংযত

ডেটে গিয়ে অপরজনের সঙ্গে এমন কোনও ব্যবহার করবেন না, যা অমার্জিত ৷ কারণ আপনার ওঠা, বসা, কথা বলার মধ্যে আপনার শিক্ষার পরিচয় পাওয়া যায়৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ডেটিংয়ে যাওয়ার আগে মূলত, ওপেরর প্রত্যেকটি পয়েন্ট মাথায় রাখলেই ডেটিং নিয়ে কোনও সমস্যা থাকবে না৷ তারপর তো মনে প্রাণে রইলই বলিউডের প্রেমের ছবি...

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Dating Apps: প্রেম খুঁজছেন ডেটিং অ্যাপে ! রইল প্রেমিক-প্রেমিকাদের জন্য বিশেষ টিপস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল