কী আছে সেই বিজ্ঞাপনে! আগেই বলা হয়েছে, তেমন কিছুই নেই। দুটি বাচ্চা মেয়ে একই কথা বারবার বলে চলেছে। দামে কম, মানে ভাল...। বাচ্চা মেয়ে দুটির মুখে মাস্ক। কখনও তারা সোফার উপর উঠে লাফাচ্ছে। কখনও নিশ্চিন্তে আরাম কেদারায় গা এলিয়ে দিয়ে দুলছে। আসলে সেই বিজ্ঞাপনদাতা বোঝাতে চেয়েছেন, তাঁর দোকানের আসবাবের দাম কম হলেও গুণগত মানে কোনও খামতি নেই। তাঁর দোকেনর আসবাব নামি-দামী ব্র্যান্ডের সোফাকেও টেক্কা দিতে পারে। করোনার উত্পাতেস মানুষের জীবন-যাপনে বিস্তর পরিবর্তন হয়েছে। বদলে গিয়েছে সামাজিক কাঠামো। দিনের পর দিন লকডাউনের জেরে বহু মানুষ এখন অনলাইন ব্যবসার দিকে ঝুঁকেছেন। কেউ বাড়ির তৈরি খাবার হোম ডেলিভারি করছেন। কেউ আবার হাতে তৈরি জিনিস বিক্রির চেষ্টা করছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এখানেও ব্যাপারটা সেরকমই। আসবাব বিক্রেতা তাঁর দোকানের পণ্যের প্রচার করতে চেয়েছিলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আর তিনি যে তাঁর উদ্দেশে সফল তা আর বলার অপেক্ষা রাখে না। (ভিডিওর লিঙ্ক নিচে)
advertisement
https://fb.watch/5AFUMVCPbL/
করোনার জন্য ব্যবসার সংজ্ঞাটাই যেন এখন একেবারে বদলে গিয়েছে। একদিকে আগের মতো ব্যবসার পথ বন্ধ হয়েছে ঠিকই। তবে অনেকেই বুদ্ধি ও প্রচারের উপর ভিত্তি করে নতুন উপায়ে ব্যবসা বাড়ানোর পথ খুঁজে পেয়েছেন। জামা-কাপড়, সাজের জিনিস, মাস্ক, স্য়ানিটাইজার- সবই যেন এখন অনলাইনের মাধ্যমেও বেচা-কেনা চলছে। সাধারণ মানুষের রুজি-রোজগারে টান পড়েছে লকডাউনে। কিন্তু বাঁচতো তো হবে! সংসারও চালাতে হবে। তাই নতুন উপায় খোঁজা ছাড়া অনেকের কাছেই আর কোনও উপায় ছিল না। সোশ্যাল মিডিয়া আস্ত সমুদ্রের মতো। এ যেন মানুষের মিলনমেলা। হরেক রকম মানুষ। হরেক রকম তাঁদের রুচি। অর্থাত্, এটাই তো ব্যবসার পরিসর হয়ে উঠতে পারে। আর হচ্ছেও তেমনটাই।