বহরমপুর সাইবার থানার আইসি উৎপল কুমার সাহা কলেজের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ধরনের সাইবার প্রতারণা সম্পর্কে বিস্তারিতভাবে সচেতন করেন। ‘ডিজিটাল অ্যারেস্ট’, ভুয়ো SIR নোটিশ, ওটিপি প্রতারণা-সহ নানান আধুনিক সাইবার ফাঁদ থেকে কীভাবে নিজেকে সুরক্ষিত রাখা যায়। সে বিষয়েও গুরুত্বপূর্ণ দিক নির্দেশ দেন আধিকারিকরা।
আরও পড়ুন: স্বামী-স্ত্রী মিলে গাঁজা পাচারের চেষ্টা! হাতেনাতে ধরল পুলিশ, কেজি কেজি মাদক উদ্ধার
advertisement
ডিজিটাল যুগে ওটিপি জালিয়াতির কথা হামেশাই শোনা যায়। তাই বলে SIR-এ ফর্ম ফিলআপের সময়ে ওটিপি চেয়ে প্রতারণার চেষ্টা? এমন অভিযোগ উঠতেই নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। স্পষ্ট ভাষায় জানিয়ে দিল, SIR-এ ওটিপি চাওয়া হয় না। সোজা কথায়, যদি কেউ চায়, তা হলে সেটা জালিয়াতি। জালিয়াতি এড়াতে, অপরিচিতদের সঙ্গে আপনার OTP শেয়ার করবেন না। এছাড়াও, SIR সম্পর্কিত কোনও অ্যাপ বা APK ফাইল ডাউনলোড করবেন না। BLO ছাড়া অন্য কাউকে বিশ্বাস করবেন না। এছাড়াও, যেকোনও কল, মেসেজ বা লিঙ্ক আগে থেকে যাচাই করে নিন।
আরও পড়ুন: রোগী-মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ! মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে মৃতের আত্মীয়দের তাণ্ডব
নির্বাচন কমিশন আরও স্পষ্ট করে জানিয়েছে যে TRAI, ব্যাঙ্ক বা কোনও সরকারি বিভাগ TRAI-সম্পর্কিত SMS পাঠায় না। যদি আপনি প্রতারিত হন তাহলে কী করবেন ?যদি আপনি বিশ্বাস করেন যে কেউ TRAI-এর নামে আপনার সঙ্গে প্রতারণা করেছে, তাহলে অবিলম্বে আপনার ব্যাঙ্ক বা UPI পরিষেবা ব্লক করুন। আপনার ফোন থেকে কোনও প্রতারণামূলক অ্যাপ আনইনস্টল করুন ও সব পাসওয়ার্ড পরিবর্তন করুন। এছাড়াও, 1930 নম্বরে সাইবার হেল্পলাইনে কল করুন এবং cybercrime.gov.in-এ অভিযোগ দায়ের করুন। সচেতনতামূলক এই শিবিরে ছাত্র-ছাত্রীদের মধ্যে সাইবার নিরাপত্তা নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।





