এই অ্যাপ থেকে কি আপনার যাবতীয় গোপন তথ্য ফাঁস হতে পারে! সেই আশঙ্কাও থাকছে। বিশেষজ্ঞদের একাংশ বলছে, আপনার সার্চ হিস্ট্রিও চলে যেতে পারে অন্যের হাতে।
এই অ্যাপ ডাউনলোড করার সময় শর্তে লেখা, গ্রাহকদের কিছু তথ্য তারা রাখবে। আবার এটাও বলা হয়েছে, প্রয়োজনে অতিরিক্ত তথ্যও তারা নিতে পারে। এদিকে অ্যাপ যে সুরক্ষিত সে কথাও বলা হয়নি। শর্তের মধ্যে স্পষ্টতই বলা রয়েছে, তথ্য যে সুরক্ষিত সেটা নিশ্চিত নয়। আপনার সার্চ হিস্ট্রিও চলে যেতে পারে অন্যের কাছে।
advertisement
আরও পড়ুন- WhatsApp-এর নয়া ফিচার! এবার ভয়েস নোট মেসেজ সহজেই বদলে যাবে টেক্সটে
নিজের পরিচয় গোপন রেখে মনের কথা প্রকাশ করছেন অনেকে। অনেকেই জানেন না, এই অ্যাপ তৈরি বাংলাদেশে। ঢাকা থেকে এই অ্যাপ-এর যাবতীয় পরিচালনা করা হয়। তারা ইউজার-এর আইপি অ্যাড্রেস, মোবাইলের ইউনিক আইডি-সহ বেশ কিছু তথ্য অ্যাক্সেস করতে পারে। পাশাপাশি ব্যবহারকারীর সার্চ হিস্ট্রিও অ্যাক্সেস করতে পারে এই অ্য়াপ।
আরও পড়ুন- কোনও ব্যক্তির মৃত্যুর পর তাঁর আধার, প্যান কার্ড কী করতে হয়? নিয়ম জেনে নিন
সাইবার বিশেষজ্ঞদের একাংশ বলছে, ইউরোপিয়ান দেশে তৈরি হলে সাইবার প্রতারণা সম্ভাবনা কিছুটা হলেও কম। মেইল আইডি এবং ফোন নম্বর দিয়ে সেই অ্যাপে লগ ইন করা কি আদৌ নিরাপদ! এই অ্যাপ-এর অফিশিয়াল মেল আইডি- chihi.me.app@gamil.com। সাধারণত কোনও স্থায়ী সংস্থার নিজেদের ডোমেন মেল আইডি থাকে। অথচ এটি জি-মেল অ্যাকাউন্ট থেকে পরিচালিত। এই ধরনের আইডি খুলতে পারেন। আর এমন মেল আইডি ব্যবহার করে বড় ধরনের অপরাধ কেউ করলে তার মাথা খুঁজে বের করা বেশ কঠিন। তাই বিশেষজ্ঞরা বলছেন, আগে থেকে সতর্ক হোন।