iFFALCON TCL F53- ফ্লিপকার্টে গ্রাহকদের পছন্দের তালিকায় থাকা পছন্দের অ্যান্ড্রয়েড ১১ জেন সহ iFFALCON TCL F53 ফুল (৩২ ইঞ্চি, এইচডি এলইডি স্ক্রিন) এইচডি এলইডি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি গ্রাহকরা পাবেন মাত্র ১৮ হাজার ৪৯৯ টাকায়। গ্রাহকরা এই টিভিতে ক্রয় মূল্যের ওপর ৪৯% ছাড় পাবেন। এক্সচেঞ্জ অফারের অধীনে সেলে ১১ হাজার টাকার ছাড়ও পাওয়া যাবে।
advertisement
আরও পড়ুন - Tech Tips: সামনেই নিউইয়ার একসঙ্গে সকলকে মেসেজ পাঠাতে নাকাল, এভাবে শিডিউল করুন এসএমএস
Mi 5A- টিএলসি ছাড়াও গ্রাহকরা মাত্র ১৩ হাজার ৯৯৯ টাকায় পাচ্ছেন Mi 5A ৮০ সেমির (৩২ ইঞ্চি, এইচডি এলইডি স্ক্রিন) এইচডি রেডি এলইডি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি। এছাড়াও এক্সচেঞ্জ অফারের অধীনে গ্রাহকরা ১১ হাজার টাকার বিশেষ ছাড়ও পাবেন।
আরও পড়ুন - Weather Alert: তাপমাত্রা বাড়ছে চিন্তায়, দু'দিনেই আবহাওয়ার বড় ভোলবদল, রইল লেটেস্ট আপডেট
Thomson Alpha- ফ্লিপকার্টে জনপ্রিয় স্মার্ট টিভির তালিকায় থাকা Thomson Alpha ৮০ সেমির (৩২ ইঞ্চি, এইচডি এলইডি স্ক্রিন) এইচডি রেডি এলইডি স্মার্ট লিনাক্স টিভি পাওয়া যাচ্ছে মাত্র ৭ হাজার ৯৯৯ টাকায়, সঙ্গে ৪৬% ছাড়ও দেওয়া হচ্ছে। এক্সচেঞ্জ অফারের আওতায় গ্রাহকরা ৬ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন। ফিচারের মধ্যে এতে রয়েছে এতে ৩০ ওয়াট সাউন্ড আউটপুট এবং বেজেল-লেস ডিজাইন।