বিশেষজ্ঞরা জানাচ্ছেন ল্যাপটপ বা কম্পিউটারের সঙ্গে ফোন যুক্ত করলে হ্যাক হয়ে যেতে পারে আপনার স্মার্টফোন ৷
Kaspersky Lab-এর গবেষকরা জানিয়েছেন, iPhone বা Android স্মার্টফোন কম্পিউটারে প্লাগ ইন করলে দুটি ডিভাইসের মধ্যে প্রচুর ডেটা এক্সচেঞ্জ হতে থাকে ৷
এর মধ্যে ফোনের নাম , নির্মাতা, সিরিয়াল নম্বর, ইলেকট্রনিক চিপ আইডি সবকিছুই চলে যেতে পারে হ্যাকারদের দখলে।
advertisement
এই তথ্য পেলেই সহজেই আপনার ফোন সহজেই হ্যাক করতে পারবে হ্যাকাররা ৷ তাই সব সময় ফোনে অ্যান্টি ভাইরাস ইনস্টল করে রাখুন। পাসওয়ার্ড দিয়ে ফোন সুরক্ষিত রাখুন ৷
Location :
First Published :
August 22, 2017 11:48 AM IST