TRENDING:

সামান্য এই ভুল করলেই হ্যাক হয়ে যেতে পারে আপনার স্মার্টফোন

Last Updated:

কখনও কী ভেবে দেখেছেন কতবড় বিপদ হতে পারে এর জন্যে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এখন স্মার্টফোনের যুগ ৷ ৮ থেকে ৮০ সকলের হাতে চাই স্মার্টফোন ৷ বিল পেমেন্ট থেকে পিৎজা ডেলিভারি সবই এখন এক ক্লিকেই সম্ভব ৷ বাজারে স্মার্টফোনের ছড়াছড়ি ৷ অত্যাধুনিক ফিচার্স-সহ স্টাইলিশ ফোন এখন সবার চাহিদা ৷ কিন্তু যতই দামি বা ব্র্যান্ডেড মোবাইল কিনুন না কেন একটা সমস্যার মুখে পড়তে হচ্ছে সকলকেই ৷ সেটা হল ফোনের ব্যাটারির সমস্যা ৷ দরকারি কাজ করছেন হঠাৎ খেয়াল করলেন আপনার স্মার্টফোনটির চার্জ একেবারেই নেই। ৷ কোনও কিছু না ভেবে হাতের সামনে ল্যাপটপে বা কম্পিউটারের সঙ্গে ডেটা কেবলের সঙ্গে যুক্ত করে ফোন চার্জ করতে শুরু করে দেন ৷ কিন্তু কখনও কী ভেবে দেখেছেন কতবড় বিপদ হতে পারে এর জন্যে ৷
advertisement

বিশেষজ্ঞরা জানাচ্ছেন ল্যাপটপ বা কম্পিউটারের সঙ্গে ফোন যুক্ত করলে হ্যাক হয়ে যেতে পারে আপনার স্মার্টফোন ৷

Kaspersky Lab-এর গবেষকরা জানিয়েছেন, iPhone বা Android স্মার্টফোন কম্পিউটারে প্লাগ ইন করলে দুটি ডিভাইসের মধ্যে প্রচুর ডেটা এক্সচেঞ্জ হতে থাকে ৷

এর মধ্যে ফোনের নাম , নির্মাতা, সিরিয়াল নম্বর, ইলেকট্রনিক চিপ আইডি সবকিছুই চলে যেতে পারে হ্যাকারদের দখলে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

এই তথ্য পেলেই সহজেই আপনার ফোন সহজেই হ্যাক করতে পারবে হ্যাকাররা ৷ তাই সব সময় ফোনে অ্যান্টি ভাইরাস ইনস্টল করে রাখুন। পাসওয়ার্ড দিয়ে ফোন সুরক্ষিত রাখুন ৷

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
সামান্য এই ভুল করলেই হ্যাক হয়ে যেতে পারে আপনার স্মার্টফোন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল