এই জায়গায় এসে বলে দেওয়া ভাল যে এই রকম কোনও ছবি অন্তত ইসরোর তরফে এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি। আবার এও ঠিক যে চাঁদ থেকে পৃথিবীকে দেখতে কেমন লাগে, এই বিষয়ে নেটদুনিয়ায় ছবিও আসা শুরু হয়ে গিয়েছে। কথা হল, ইসরো যদি এই সব ছবি না ছাড়ে, তাহলে এগুলো আসছে কোথা থেকে? কে তুলল চাঁদ থেকে পৃথিবীর অপরূপ রূপরাজির ছবি?
advertisement
আরও পড়ুন: পৃথিবীতে আপনার ওজন ৬০ কেজি হলে চাঁদে আপনার ওজন কত? এতটাই কম যে শুনলে চমকে উঠবেন!
এআই! কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, সংক্ষেপে এআই এই ধরনের ছবি তৈরি করছে। নিজে থেকে নয়, বলাই বাহুল্য, ইউজারের হুকুমে। এআই-এর সাহায্য নিয়ে, বলা ভাল, তাকে দিয়ে ছবি আঁকানো এবং তা আপলোড করা এখন নেটদুনিয়ার অন্যতম বিনোদন। চন্দ্রযান ৩-এর সাফল্য সেই বিনোদনে যোগ করেছে এক নয়া মাত্রা। তা, এআই দিয়ে যে ছবি সামনে এল, তা কীরকম দেখতে?
আরও পড়ুন: রুমালের রঙই বদলে দেবে জীবন, রাশি মিলিয়ে কিনুন আজই, জীবনে টাকার অভাব থাকবে না
তার কোনওটায় দেখা যায় চন্দ্রপৃষ্ঠ থেকে সুবিশাল এক পৃথ্বীবলয়। আমরা যেমন সুপারমুন দেখতে অভ্যস্ত, এ যেন ঠিক সেরকম সুপারআর্থ। আবার, আরেকটা ছবিতে দেখা যাচ্ছে, স্পেসস্যুট পরে চাঁদের মাটিতে বসে আছেন নভোচারী, অনন্ত বিস্ময়ে তিনি চেয়ে আছেন আমাদের এই নীল-সবুজ গ্রহের দিকে। কখনও আবার আধেক লাল, আধেক নীলের ব্যঞ্জনায় ধরা দিয়েছে চাঁদের মাটি থেকে ধরিত্রীর নীললোহিত রূপ।
চাইলে যে কেউ এই ধরনের ছবি তৈরি করতেই পারেন। এর জন্য শুধু এআই-কে নির্দেশ দিতে হবে, বলে দিতে হবে বিশদে ঠিক কী চাওয়া হচ্ছে। ইনপুট পাওয়ার পরে ছবি সে তৈরি করে দেবে। এর জন্য নানা সাইট আছে, খুঁজেপেতে নিয়ে চাঁদ আর পৃথিবীর নানা ছবি তৈরি করে কি এবার সবাইকে চমকে দেওয়ার পালা?