TRENDING:

Cars Under 5 Lakhs: গাড়ি কিনতে চান? বাজেট কম? ২ লাখ থেকেই পেয়ে যাবেন এই সব গাড়ি! জানুন

Last Updated:

Cars Under 5 Lakhs : দেখে নেওয়া যাক কম খরচে সেরা ফিচারের নতুন গাড়ি কিনতে চাইলে ৫ লাখ টাকার মধ্যে কী কী অপশন আছে ক্রেতাদের কাছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #নয়া দিল্লি:  কোভিড অতিমারী যখন চরম পর্যায়ে, যে সময়ে লকডাউনে দেশের সর্বত্র পরিষেবা ব্যাহত, সেই সময়েই আমরা সবাই কম-বেশি উপলব্ধি করে উঠতে পেরেছি নিজস্ব এক বাড়ি আর গাড়ির প্রয়োজনীয়তা। যে কারণে পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার পরে রিয়েল এস্টেট এবং কার মার্কেটে মুনাফার জোয়ার আসতে শুরু করেছে স্বল্পকালীন স্তব্ধ তার পরে, এই নিয়ে নানা তথ্য প্রকাশিত হয়েছে নানা সমীক্ষায়। গাড়ির কথা বললে এই সব সমীক্ষা জানিয়েছে যে দেশে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার চাহিদা তুলনামূলক ভাবে বেশি।
advertisement

সেকেন্ড হ্যান্ড গাড়ি সব দিক বুঝে-শুনে বিচক্ষণের মতো কিনলে কখনওই খারাপ কোনও অপশন নয়। বুঝে নিতে অসুবিধে নেই যে এক্ষেত্রে এক লপ্তে গাড়ির জন্য অনেকটা টাকা বিনিয়োগ করতে চাইছেন না বলেই ক্রেতারা ঝুঁকছেন পুরনো গাড়ির দিকে। কিন্তু নতুন গাড়িও যখন কম খরচে পাওয়া যাচ্ছে দেশের বাজারে, তখন সে দিকটা নিয়েও একটু না ভাবলে চলে না। এখানে যে গাড়ির তালিকা দেওয়া হল, তা চলতি বছরে কম বাজেটের মধ্যেই সেরা ফিচারওয়ালা গাড়ির তালিকায় একেবারে প্রথমের দিকে নিজেদের স্থান করে নিয়েছে। দেখে নেওয়া যাক কম খরচে সেরা ফিচারের নতুন গাড়ি কিনতে চাইলে ৫ লাখ টাকার মধ্যে কী কী অপশন আছে ক্রেতাদের কাছে।

advertisement

Maruti Alto -

ভারতে সস্তার গাড়ির মধ্যে খুবই জনপ্রিয় Alto 800, যা সিএনজি এবং পেট্রল ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে ১৭৭ লিটার বুট স্পেস। এর ৩ সিলিন্ডার পেট্রল মডেলে পাওয়া যায় ৬৯ এনএম টর্ক এবং ৪৭ পিএস পাওয়ার। এই গাড়ির ফিচারের মধ্যে উল্লেখযোগ্য -

ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট - ৭৯৬ সিসি

advertisement

মাইলেজ - ২২.০৫ কেএমপিএল

সিটিং ক্যাপাসিটি - ৫

এক্স শোরুম প্রাইজ - ২.২৯ লাখ

Renault Kwid -

ভারতে ৫ লাখ টাকার মধ্যে একটি খুবই জনপ্রিয় গাড়ি হল Renault Kwid। এই গাড়ি বিভিন্ন ভ্যারিয়েন্টে পাওয়া যায়। এর মধ্যে রয়েছে পেট্রল ইঞ্জিন, অটোমেটিক এবং ম্যানুয়াল ভ্যারিয়েন্ট। এই গাড়িতে রয়েছে ৫স্পিড ট্রান্সমিশন সিস্টেম। এই গাড়িতে পাওয়া যায় ৭২ এনএম টর্ক এবং ৫৪ পিএস পাওয়ার। এই গাড়ির ফিচারের মধ্যে উল্লেখযোগ্য -

advertisement

ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট - ৭৯৯-৯৯৯ সিসি

মাইলেজ - ২২.৩ কেএমপিএল

সিটিং ক্যাপাসিটি - ৫

এক্স শোরুম প্রাইজ - ৩.১৮ লাখ

Maruti S-Presso -

ভারতে সস্তার গাড়ির মধ্যে আরও একটি জনপ্রিয় গাড়ি হল Maruti S-Presso, যা সিএনজি এবং পেট্রল ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। এই গাড়ির ফিচারের মধ্যে উল্লেখযোগ্য -

ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট - ৯৯৮ সিসি

advertisement

মাইলেজ - ২১.৭ কেএমপিএল

সিটিং ক্যাপাসিটি - ৫

এক্স শোরুম প্রাইজ - ৩.৭৮ লাখ

Datsun Redi-GO -

এটি ভারতে খুবই একটি জনপ্রিয় গাড়ি। ভারতে এই গাড়িটি পাওয়া যায় শুধু পেট্রল ভ্যারিয়েন্টে। এই গাড়িতে রয়েছে অটোমেটিক ট্রান্সমিশন অপশন। এই গাড়ির ফিচারের মধ্যে উল্লেখযোগ্য -

ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট - ৭৯৯-৯৯৯ সিসি

মাইলেজ - ২২ কেএমপিএল

সিটিং ক্যাপাসিটি - ৫

এক্স শোরুম প্রাইজ - ৩.৮৩ লাখ

Maruti Celerio -

ভারতে খুবই জনপ্রিয় এই গাড়িটি পাওয়া যায় সিএনজি এবং পেট্রল মডেলে। এই গাড়ির ১.০ লিটার পেট্রল ইঞ্জিনে পাওয়া যায় ৯০ এনএম টর্ক এবং ৬৮ পিএস পাওয়ার। এই গাড়ির সিএনজি মডেলে পাওয়া যায় ৭৮ এনএম টর্ক এবং ৫৯ পিএস পাওয়ার। এই গাড়ির ফিচারের মধ্যে উল্লেখযোগ্য -

ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট - ৯৯৮ সিসি

মাইলেজ - ২১.৬৩ কেএমপিএল

সিটিং ক্যাপাসিটি - ৫

এক্স শোরুম প্রাইজ - ৪.৬৫ লাখ

Hyundai Santro -

ভারতে খুবই জনপ্রিয় এই সস্তার গাড়ি পাওয়া যায় বিভিন্ন ভ্যারিয়েন্টে। এর মধ্যে রয়েছে মাগনা, আস্তা, স্পোর্ট এবং এরা। এই গাড়ির ফিচারের মধ্যে উল্লেখযোগ্য -

ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট - ১০৮৬ সিসি

মাইলেজ - ২০.৩ কেএমপিএল

সিটিং ক্যাপাসিটি - ৫

এক্স শোরুম প্রাইজ - ৪.৭৩ লাখ

Maruti Wagon R -

ভারতে জনপ্রিয় এই গাড়িটি পাওয়া পাচ্ছে সিএনজি এবং পেট্রল ভ্যারিয়েন্টে। ৩ সিলিন্ডার ১.০ লিটার পেট্রল ইঞ্জিনে পাওয়া যায় ৬৮ পিএস পাওয়ার এবং ৯০ এনএম টর্ক। এই গাড়ির ফিচারের মধ্যে উল্লেখযোগ্য -

ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট - ৯৯৮- ১১৯৭ সিসি

মাইলেজ - ২১.৭৯ কেএমপিএল

সিটিং ক্যাপাসিটি - ৫

এক্স শোরুম প্রাইজ - ৪.৮০ লাখ

আরও পড়ুন: ধুঁকছে সিনেমা-হল গুলি! কর্মী বলতে তিন জন! বেতন অবাক করবে! জানুন

Tata Tiago -

ভারতে জনপ্রিয় এই গাড়ির বুট স্পেস ২৪২ লিটার। এই গাড়িতে পাওয়া যায় ৮৪.৪৮ বিএইচপির পাওয়ার এবং ১১৩ এনএম টর্ক। এই গাড়ির ফিচারের মধ্যে উল্লেখযোগ্য -

ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট - ১১৯৯ সিসি

মাইলেজ - ২৩.৮৪ কেএমপিএল

সিটিং ক্যাপাসিটি - ৫

এক্স শোরুম প্রাইজ - ৪.৮৫ লাখ

Maruti Ignis -

ভারতে এই গাড়ির ৭টি ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে। এই গাড়িতে রয়েছে ২৬০ লিটার বুটস্পেস। এই গাড়ির ফিচারের মধ্যে উল্লেখযোগ্য -

ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট - ১১৯৭ সিসি

মাইলেজ - ২০.৮৯ কেএমপিএল

সিটিং ক্যাপাসিটি - ৫

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এক্স শোরুম প্রাইজ - ৪.৯৫ লাখ

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Cars Under 5 Lakhs: গাড়ি কিনতে চান? বাজেট কম? ২ লাখ থেকেই পেয়ে যাবেন এই সব গাড়ি! জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল