Tata Sky SD সেট টপ বক্স এখন পাওয়া যাবে এখন 1,499 টাকায়। আগে এই বক্সটির দাম শুরু হত 2,000 থেকে, তাঁর সঙ্গে যোগ হত চ্যানেলের প্যাকেজের দাম। আপনার যদি HD টিভি থাকলে আপনি কিনতে পারেন HD সেট টপ বক্স। এখন এই সেট টপ বক্সটির দাম 1,699 টাকা থেকে শুরু। আগে এই বক্সটির দাম শুরু হত 2,200 টাকা থেকে। মাঝ খানে বেশ কিছু দিন Tata Sky এই সেট টপ বিক্সটি পাওয়া যাছিল মাত্র 1,500 টাকায়। এরপরের সেট টপ বক্সটি হল Tata Sky+ HD বক্স। এই সেট টপ বক্সটি আপনাকে Live TV পজ, রেকর্ড করতে দেয়। আপনি তিনটি চ্যানেল এক সঙ্গে রেচরদ করতে পারবেন। এই সেট টপ বক্সটির দাম এখন 9,300 টাকা। চতুর্থ সেট টপ বক্সটি হল Tata Sky 4K, এর দামও এক রেয়ছে - 6,400 টাকা। কিন্তু এই মুহূর্তে বারে বেশি 4K কনটেন্ট নেই।
advertisement
এছাড়াও, এবার থেকে আপনি Tata Sky কিনতে পারবেন অফলাইন স্টোর থেকে। এই প্রথমবার অফলাইন রিটেল স্টোরে পাওয়া যাচ্ছে Tata Sky। এখনও পর্যন্ত আপনাকে ডিরেক্টলি Tata Sky-এর থেকে নতুন কনেকশন কিনতে হত, আর ইনস্টলেশনএর সময় টিম সেট টপ বক্স নিয়ে আসত। এখন আপনি খুব সহজেই নতুন Tata Sky-এর কনেকশন নিতে পারবেন আর কেনার আগে সেটটপ বক্স দেখে বেছে নিতে পারবেন।