TRENDING:

Tata Sky-এর নতুন কানেকশন কিনবেন ? দেখে নিন সেট টপ বক্সের সেরা কয়েকটি অপশ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
TRAI-এর নতুন নিয়ম চালু হওয়ার পর থেকেই DTH কোম্পানিগুলির মধ্যে শুরু হয়েছে প্রতিযোগিতা। Tata Sky, Dish TV, D2H আর Airtel Digital TV সব সময় চেষ্টা করছে কে সব থেকে কম দামে গ্রাহকদের সার্ভিস দিতে পারে। এর মধ্যে গ্রাহকের কথা ভেবে Tata Sky নিজের সেট টপ বক্সের দাম কমিয়েছে। এই মুহূর্তে বাজারে Tata Sky-এর ৪ ধরনের সেট টপ বক্স রয়েছে। এর মধ্যে থেকেই গ্রাহকরা নিজের পছন্দ মতন সেট টপ বক্স বেছে নিতে পারবেন।
advertisement

Tata Sky SD সেট টপ বক্স এখন পাওয়া যাবে এখন 1,499 টাকায়। আগে এই বক্সটির দাম শুরু হত 2,000 থেকে, তাঁর সঙ্গে যোগ হত চ্যানেলের প্যাকেজের দাম। আপনার যদি HD টিভি থাকলে আপনি কিনতে পারেন HD সেট টপ বক্স। এখন এই সেট টপ বক্সটির দাম 1,699 টাকা থেকে শুরু। আগে এই বক্সটির দাম শুরু হত 2,200 টাকা থেকে। মাঝ খানে বেশ কিছু দিন Tata Sky এই সেট টপ বিক্সটি পাওয়া যাছিল মাত্র 1,500 টাকায়। এরপরের সেট টপ বক্সটি হল Tata Sky+ HD বক্স। এই সেট টপ বক্সটি আপনাকে Live TV পজ, রেকর্ড করতে দেয়। আপনি তিনটি চ্যানেল এক সঙ্গে রেচরদ করতে পারবেন। এই সেট টপ বক্সটির দাম এখন 9,300 টাকা। চতুর্থ সেট টপ বক্সটি হল Tata Sky 4K, এর দামও এক রেয়ছে - 6,400 টাকা। কিন্তু এই মুহূর্তে বারে বেশি 4K কনটেন্ট নেই।

advertisement

এছাড়াও, এবার থেকে আপনি Tata Sky কিনতে পারবেন অফলাইন স্টোর থেকে। এই প্রথমবার অফলাইন রিটেল স্টোরে পাওয়া যাচ্ছে Tata Sky। এখনও পর্যন্ত আপনাকে ডিরেক্টলি Tata Sky-এর থেকে নতুন কনেকশন কিনতে হত, আর ইনস্টলেশনএর সময় টিম সেট টপ বক্স নিয়ে আসত। এখন আপনি খুব সহজেই নতুন Tata Sky-এর কনেকশন নিতে পারবেন আর কেনার আগে সেটটপ বক্স দেখে বেছে নিতে পারবেন।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Tata Sky-এর নতুন কানেকশন কিনবেন ? দেখে নিন সেট টপ বক্সের সেরা কয়েকটি অপশ