ফ্লিপকার্টের এই সেলে গ্রাহকরা ৬ মাসের নো-কস্ট ইএমআই-এর সুবিধা পাবেন। এ-ছাড়াও আইফোন ১৩-এর উপরে রয়েছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার। গ্রাহকরা এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহার করলে ইএমআই ট্রানজাকশনের জন্য ১০০০ টাকা এবং নন ইএমআই ট্রানজাকশনের জন্য ৫০০ টাকার ছাড় পাবেন। অন্য দিকে আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের হোল্ডাররা ৫% অতিরিক্ত ক্যাশব্যাকের সুবিধা পেতে চলেছেন।
advertisement
আইফোন ১৩-র ফিচার:
আইফোন ১৩-তে রয়েছে ৬.১ ইঞ্চির ডিসপ্লে। সেই সঙ্গে এই ফোনের ক্যামেরাও দুর্দান্ত। রয়েছে ১২ মেগাপিক্সেলের ওয়াইড এবং আল্ট্রা ওয়াইড লেন্স-এর দারুন একটা কম্বো। ২০২১ সালে লঞ্চ হওয়া এই ফোনে ডায়াগনাল ক্যামেরা লেন্স সেট-আপ এবং বড় সেন্সর দেওয়া হয়েছে। আইফোন ১২-র তুলনায় এই ফোনে বড় আপগ্রেডেড ব্যাটারি সাইজ এবং উচ্চ গতি সম্পন্ন ওয়্যারলেস চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে।
আরও পড়ুন: মুদির দোকানের কর্মীর সঙ্গে মেয়ের প্রেম! যুবককে পিটিয়ে মেরে ফেলল মেয়ের বাবা-মা! ভয়াবহ
যাঁদের কাছে এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড রয়েছে, তাঁরা পাবেন এই ছাড়:
ফ্লিপকার্ট তাদের বিগ দশেরা সেলে এইচডিএফসি ব্যাঙ্কের সঙ্গে পার্টনারশিপ করেছে। এর ফলে এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মাধ্যমে গ্রাহকরা ১০% ইনস্ট্যান্ট ছাড় পাবেন। এ-ছাড়া গ্রাহকরা এক্সচেঞ্জ ডিল, নো-কস্ট ইএমআই এবং স্ক্রিন ড্যামেজ প্রোটেকশনের সুবিধাও পাবেন।
আইফোন ১৪-তেও রয়েছে ধামাকা অফার:
আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্রো-তে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় অফার। এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে এই ফোন কিনলে অতিরিক্ত ছাড় পাওয়া যাচ্ছে। গ্রাহকরা এই সেলে আইফোন ১৪ প্রো পেয়ে যাবেন মাত্র ৭৪৯০০ টাকায়। শুধু আইফোনই নয়, এই সেলে বিভিন্ন ধরনের স্মার্টফোন, হোম অ্যাপ্লায়েন্স, এন্টারটেনমেন্ট গ্যাজেটের মতো বিভিন্ন ধরনের প্রোডাক্টও পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়ে।