TRENDING:

সবাইকে টেক্কা দিতে এবার স্যাটেলাইট ফোন আনছে বিএসএনএল

Last Updated:

মোবাইল ফোন পরিষেবাকে একেবারে অন্যমাত্রায় নিয়ে গিয়েছে ফোর জি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মোবাইল ফোন পরিষেবাকে একেবারে অন্যমাত্রায় নিয়ে গিয়েছে ফোর জি ৷ তবে এবার আর ফোর জি নয়, সব কিছু ঠিকঠাক চললে, কমিউনিকেশনে বিপ্লব আনতে চলেছে বিএসএনএল ৷ আগামী দু’বছরের মধ্যে সাধারণ মানুষের হাতে বিএসএনএল আনতে চলেছে স্যাটেলাইট ফোন !
advertisement

সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএসএনএলের চেয়্যারম্যান অনুপম শ্রীবাস্তব জানিয়েছেন, ‘আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যেই সাধারণ মানুষের হাতে হাতে স্যাটেলাইট ফোন পৌঁছে দেওয়ার মতো অবস্থায় চলে আসতে পারব আমরা ৷ ইতিমধ্যেই ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গনাইজেশন-এর কাছে আবেদন করেছি। পুরো প্রক্রিয়া শেষ করতে আরও কিছুটা সময় লাগবে ৷ ’

অনুপম শ্রীবাস্তবের কথা অনুাযায়ী, এই স্যাটেলাইট ফোনের সাহায্যে কথা বলাটা আরও দ্রুত ও সুবিধাজনক হবে ৷ শুধু তাই নয়, প্লেন ও জাহাজের মধ্যে থেকেও ব্যবহার করা যাবে এই স্যাটেলাইট ফোন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তবে প্রাথমিকভাবে এই স্যাটেলাইট ফোন গুলোর দাম হবে ৪০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা ৷ পরে অবশ্য বাজারে চাহিদার ওপর নির্ভর করে ফোনের দাম কমানো হতে পারে ৷

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
সবাইকে টেক্কা দিতে এবার স্যাটেলাইট ফোন আনছে বিএসএনএল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল