বিএসএনএল-এর চেয়ারম্যান অনুপম শ্রীবাস্তব জানিয়েছেন, ‘এরকম বড় পদক্ষেপ এই প্রথম কোনও ভারতীয় মোবাইল অপারেটর নিতে চলেছে ৷ এর ফলে এবার থেকে বিএসএনএল-এর গ্রাহকরা আন্তর্জাতিক স্তরে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন ৷ গ্রাহকরা এবার বিদেশে গেলেও যাতে দ্রুত গতিতে ডেটা পরিষেবার সুবিধা পান সেদিকে খেয়াল রেখেই আমরা টাটা কমিউনিকেশনের সঙ্গে পার্টনারশিপ করেছি ৷ হটস্পটের মাধ্যে নির্ধারিত মূল্যে আনলিমিটেড ডেটা পরিষেবা পাবেন ৷’
advertisement
এই ওয়াইফাই পরিষেবার সুবিধা পেতে গ্রাহকদের বিএসএনএল-এর মোবাইল অ্যাপ অ্যাক্টিভেট করতে হবে ৷ তিনদিন এই প্ল্যানের মূল্য ৯৯৯ টাকা ৷ ১৫ দিনের প্ল্যানের মূল্য ১,৫৯৯ টাকা ও এক মাসের প্যাকের মূল্য, ১,৯৯৯ টাকা ৷
Location :
First Published :
January 16, 2017 11:35 AM IST