এবার জিও আনছে আরও একটি পরিষেবা।অবশেষে চালু হতে চলেছে জিওর ব্রডব্যান্ড পরিষেবা। সংস্থার তরফে জানানো হয়েছে, মোবাইল ডেটার পর ব্রডব্যান্ডে অনেক কম মূল্যে এবং বেশি স্পিডে ডেটা আপলোড ও ডাউনলোড করতে পারবেন গ্রাহকরা।
তিনটি প্ল্যান এনেছে জিও। বেসিক প্ল্যানের মধ্যে ৫০০ টাকায় ৬০০ জিবি ডেটা।পরীক্ষামূলকভাবে দিল্লি ও মুম্বইতে চালু করা হবে এই পরিষেবা ৷ পরে দেশের অন্যান্য বড় শহরে গ্রাহকরা ব্রডব্যান্ডের সুবিধা পাবেন ৷ থাকছে ৫০ Mbps থেকে ৬০০ Mbps ইন্টারনেট স্পিডের ব্যবস্থা। এখনও পর্যন্ত এত স্পিড কোনও সংস্থা দেয়নি ৷ অথার্ৎ মহূর্তের মধ্যে ছবি, ভিডিও, গেম ডাউনলোড করা যাবে। এছাড়াও থাকছে সিলভার, গোল্ড ও প্ল্যাটিনাম শ্রেণির তিনটি অফার থাকছে ৷
advertisement
Location :
First Published :
April 23, 2017 10:52 AM IST