TRENDING:

ফের আর্কষণীয় অফার নিয়ে এল জিও, চোখের পলকে ডাউনলোড করা যাবে সিনেমা

Last Updated:

জিও-র ফ্রি জমানা শেষ হয়ে গিয়েছে তো কী হয়েছে? একটা অফার শেষ হতে না হতেই আরও একটি নতুন অফার নিয়ে হাজির হয়েছে সংস্থা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই:  যেমনটি বলেছিল, তেমনটিই করছে জিও ! মাঝে মধ্যেই গ্রাহকদের চমক দিতে নিয়ে আসছে নতুন নতুন অফার ৷ জিও-র ফ্রি জমানা শেষ হয়ে গিয়েছে তো কী হয়েছে? একটা অফার শেষ হতে না হতেই আরও একটি নতুন অফার নিয়ে হাজির হয়েছে সংস্থা ৷ সব নেটওয়ার্ককে মাত দিতে জি-র অফারগুলো একেবারেই তুরুপের তাস ৷ এই যেমন জিও এবার নিয়ে আসল আরও একটি নতুন অফার৷ প্রথমে সস্তায় ডেটা প্যাক নিয়ে এসে হইচই ফেলে দিয়েছিল জিও ৷
advertisement

এবার জিও আনছে আরও একটি পরিষেবা।অবশেষে চালু হতে চলেছে জিওর ব্রডব্যান্ড পরিষেবা। সংস্থার তরফে জানানো হয়েছে, মোবাইল ডেটার পর ব্রডব্যান্ডে অনেক কম মূল্যে এবং বেশি স্পিডে ডেটা আপলোড ও ডাউনলোড করতে পারবেন গ্রাহকরা।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তিনটি প্ল্যান এনেছে জিও। বেসিক প্ল্যানের মধ্যে ৫০০ টাকায় ৬০০ জিবি ডেটা।পরীক্ষামূলকভাবে দিল্লি ও মুম্বইতে চালু করা হবে এই পরিষেবা ৷ পরে দেশের অন্যান্য বড় শহরে গ্রাহকরা ব্রডব্যান্ডের সুবিধা পাবেন ৷ থাকছে ৫০ Mbps থেকে ৬০০ Mbps ইন্টারনেট স্পিডের ব্যবস্থা। এখনও পর্যন্ত এত স্পিড কোনও সংস্থা দেয়নি ৷ অথার্ৎ মহূর্তের মধ্যে ছবি, ভিডিও, গেম ডাউনলোড করা যাবে। এছাড়াও থাকছে সিলভার, গোল্ড ও প্ল্যাটিনাম শ্রেণির তিনটি অফার থাকছে  ৷

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ফের আর্কষণীয় অফার নিয়ে এল জিও, চোখের পলকে ডাউনলোড করা যাবে সিনেমা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল