TRENDING:

Smartphones With 108MP Camera: ভারী DSLR কেন? যখন এই ফোনগুলো দিচ্ছে ১০৮ এমপি ক্যামেরা! দেখে নিন

Last Updated:

Smartphones With 108MP Camera: ভারী ক্যামেরা না বয়ে, এই ফোনের ক্যামেরা দেখুন। চমকে যাবেন! কোনও অংশে কম নয়! জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়া দিল্লি:  জীবনের প্রতিটা ফ্রেম যদি তুলে রাখা যেত তাহলে কী মজাটাই না হত। কিন্তু তা বলে একটা ভারী DSLR ক্যামেরা অর্থাৎ ডিজিটাল সিঙ্গেল-লেন্স রিফ্লেক্স ক্যামেরা হাতে নিয়ে ঘুরে বেড়ানো তো যায় না। এখন মিরর লেস ক্যামেরা এসে গিয়েছে, তবু তার ওজন তো নেহাত কম না। এবছরে সে বোঝা কিছুটা কমবে। এমন অনেক মোবাইল ফোন বাজারে এসে গিয়েছে যার ক্যামেরা ভয় পাওয়াবে DSLR ক্যামেরাকেও।
advertisement

ভারতের বাজারে এমন অনেক ফোন পাওয়া যাচ্ছে, যার সাহায্যে শুধু ভাল মানের ছবিই নয়, তুলতে পারা যাবে ভিডিও। আর সব থাকে ভাল কথা হল ফোনগুলো তেমন দামিও নয়। এই স্মার্টফোনগুলো ক্যামেরা আর ফোন- দুই কাজের জন্যই দুর্দান্ত।

জেনে নেওয়া যাক এমন কিছু ফোনের কথা, যেগুলো কিনতে পকেটের উপরে চাপ তেমন পড়বে না, আবার ছবিও হবে বাঁধিয়ে রাখার মতো।

advertisement

Samsun Galaxy S20 Ultra

স্যামসাং-এর ফ্ল্যাগশিপ ফোনগুলোর একটা Samsung Galaxy S20 Ultra। এই ফোনে আছে ১২ GB RAM। কোনও অ্যাপ আর হ্যাং করবে না। সঙ্গে পাওয়া যাবে তিন তিনটে ক্যামেরা! ফোনে ১০৮, ৪৮ আর ১২ মেগাপিক্সেলের তিন ক্যামেরার সেটআপ আছে। সেলফি আর ভিডিও কলের জন্য সামনে একটি 40MP ক্যামেরাও রয়েছে। ৫০০০mAh ব্যাটারি দেবে সারা দিন ফটোশ্যুটের সুযোগ।

advertisement

Motorola Edge Plus

এ ফোনেও আছে ১০৮ MP, ১৬ MP আর ৮ MP-এর তিন ক্যামেরার সেটআপ। সেলফির জন্য আছে ২৫ MP-এর ফ্রন্ট ক্যামেরা।স্নাপড্রাগন ৮৬৫ Snapdragon 865 প্রসেসরের সৌজন্যে ফোনে হ্যাং হওয়ার কোনও সুযোগই থাকবে না।

Xiaomi Mi Note 10 Pro

Xiaomi Mi Note 10 Pro-তেও রয়েছে তিন ক্যামেরার সেটআপ। প্রাথমিক ক্যামেরা ১০৮ মেগাপিক্সেলের। এছাড়াও, এতে ৫ আর ১২ মেগাপিক্সেলের সেন্সর রয়েছে। ফোনের সামনে সেলফি তোলার জন্য ৩২ এমপি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটি ৮ জিবি র‍্যামের সঙ্গে পাওয়া যায়, যেখানে ৫২৬০mAh এর শক্তিশালী ব্যাটারি রয়েছে।

advertisement

আরও পড়ুন: কোলেস্টেরল থাকলে ডিম খাওয়া কি উচিত? সপ্তাহে কটা? গবেষণা অবাক করবে

Xiaomi Mi 10

Xiaomi Mi 10 আর এক কাঠি উপরে। এই স্মার্টফোনে আছে ১০৮ মেগাপিক্সেলের চার ক্যামেরা সেটআপ। ৪৭৮০ mAh-এর ব্যাটারি দেখে ভয় পাওয়ার কিছু নেই। কারণ এতে আছে স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর। বাড়তি সুবিধা হিসাবে ফোনটিতে 5G কানেকটিভিটির সুযোগ দেওয়া আছে।

advertisement

Xiaomi Mi 10 Pro

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

শায়মি Mi 10 Pro-তে আছে ১২ GB RAM। এই ফোনটিতেও দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার সেটআপ। এর প্রাইমারি ক্যামেরা ১০৮ মেগাপিক্সেল, এর সঙ্গে ১২ আর ২০ মেগাপিক্সেল সেন্সরও দেওয়া হয়েছে। ফোনের সামনে পাওয়া যায় ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Smartphones With 108MP Camera: ভারী DSLR কেন? যখন এই ফোনগুলো দিচ্ছে ১০৮ এমপি ক্যামেরা! দেখে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল