অনেকেই নিজের শরীরের রোগ সম্পর্কে অবগত থাকেন না। সে ক্ষেত্রে সপ্তাহে তিনটে ডিম খাওয়া সেফ! মধ্যবয়স পেরিয়ে গেলেই এই নিয়ম মানতে বলা হচ্ছে। তবে এই বয়সে সব সময় প্রতি তিনমাসে শরীরের একটা রুটিন চেক-আপ করানো উচিত। এতে জানা যায় সুগার, কোলেস্টেরল বাসা বাঁধছে কিনা। কোলেস্টেরল থাকলে বা বেশি মাত্রায় থাকলে। একটার বেশি ডিম সপ্তাহে খাওয়া উচিত নয়। photo source collected
তাছাড়া যদি হার্টের সমস্যা, এবং উচ্চ রক্তচাপের সমস্যা এবং ব্লাড সুগার থাকে তবে ডিম খাওয়ায় লাগাম টানতে হবে। খুব বেশি হলে মাসে দু'টো ডিম খেতে পারেন! তবে একটা বয়সের পর রোজ ডিম খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ প্রয়োজন, যদি শরীরে রোগ থাকে। আর সুস্থ মানুষরা সব সময় দিনে একটা ডিম খেতেই পারেন! photo source collected