TRENDING:

Power banks: গরমে ফোনের ব্যাটারির চার্জ দ্রুত ফুরোবেই, দেখে নিন ২০২৩-এর সেরা পাওয়ার ব্যাঙ্ক কত সস্তায় কোথায় পাবেন!

Last Updated:

এক নজরে দেখে নেওয়া যাক ২০২৩ সালে ভারতে মজুত সেরা কয়েকটি পাওয়ার ব্যাঙ্ক, যা দামেও সস্তা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে গ্রীষ্মকালীন সেল চলছে। ফ্লিপকার্টের এই সেলে, গ্যাজেট, যন্ত্রপাতি ইত্যাদি সমস্ত ইলেকট্রনিক আইটেম গ্রাহকদের সস্তায় দেওয়া হচ্ছে। এদিকে, ফোনের ব্যবহার যত বাড়ছে, এর ব্যাটারির খরচও বাড়ছে। তাই নিজেদের ফোন সব সময় চার্জ করা উচিত। এর ফলে সকলেই চেষ্টা করেন ফোনটিকে পুরোপুরি চার্জ রাখতে।
গরমে ফোনের চার্জ দ্রুত কমছে! সস্তায় সেরা পাওয়ার ব‍্যাঙ্ক কোনগুলি জেনে নিন
গরমে ফোনের চার্জ দ্রুত কমছে! সস্তায় সেরা পাওয়ার ব‍্যাঙ্ক কোনগুলি জেনে নিন
advertisement

কিন্তু অনেক সময় ঘুরতে গিয়ে বা দীর্ঘ সময় বাইরে থাকার সময় ফোন ডিসচার্জ হতে শুরু করে। বিশেষ করে গরমকালে ফোনের চার্জ দ্রুত ফুরোয়। এই ক্ষেত্রে, পাওয়ার ব্যাঙ্ক কাজে আসে, যা আমাদের যেখানে খুশি সাহায্য করে ফোন চার্জ করতে। এক নজরে দেখে নেওয়া যাক ২০২৩ সালে ভারতে মজুত সেরা কয়েকটি পাওয়ার ব্যাঙ্ক, যা দামেও সস্তা।

advertisement

ফোনের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে পাওয়ার ব্যাঙ্কের প্রয়োজনীয়তাও বেড়ে চলেছে। জানা গিয়েছে যে, জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে গ্রীষ্মকালীন সেলে পাওয়ার ব্যাঙ্কগুলিতে ৭৫% পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। দেখে নেওয়া যাক এর সমস্ত খুঁটিনাটি।

Oraimo Powerbanks 

Oraimo Powerbanks-এর প্রারম্ভিক মূল্য ৭৯৯ টাকা। Oraimo ১০,০০০ mAh পাওয়ার ব্যাঙ্ক (১২W ফাস্ট চার্জিং) জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে গ্রীষ্মকালীন সেলে ১৬৯৯ টাকার পরিবর্তে মাত্র ৭৪৯ টাকায় কেনা যাবে। এতে গ্রাহকরা পাচ্ছেন ৫৫% ছাড়।

advertisement

জনপ্রিয় পাওয়ার ব্যাঙ্ক

জনপ্রিয় পাওয়ার ব্যাঙ্কের মধ্যে ট্রেন্ডিং ক্যাটাগরি হল Oraimo ৩০,০০০ mAh পাওয়ার ব্যাঙ্ক। জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে গ্রীষ্মকালীন সেলে এই ১৫W ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাঙ্কটি ৩৯৯৯ টাকার পরিবর্তে মাত্র ২৪৯৯ টাকায় পাওয়া যাবে।

আরও পড়ুন: রোজই ফুরিয়ে যায় মোবাইল স্টোরেজ! এবার মুশকিল আসান করবে Google-এর ‘অটো আর্কাইভ

advertisement

Oraimo ১০,০০০ mAh পাওয়ার ব্যাঙ্ক (২০W, ফাস্ট চার্জিং) ২৪৯৯ টাকার পরিবর্তে মাত্র ৮৪৯ টাকায় বাড়িতে আনা যাবে। এতে গ্রাহকদের ৬৬% ছাড় দেওয়া হচ্ছে।

Oraimo ২০০০০ mAh পাওয়ার ব্যাঙ্ক (১২w ফাস্ট চার্জিং) ২৪৯৯ টাকার পরিবর্তে মাত্র ৯৯৯ টাকায় বাড়িতে আনা যাবে। এতে গ্রাহকদের ৬০% ছাড় দেওয়া হচ্ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

একই সঙ্গে জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে গ্রীষ্মকালীন সেলে Oraimo ২০০০০ mAh পাওয়ার ব্যাঙ্ক (১২w ফাস্ট চার্জিং) ২৪৯৯ টাকার পরিবর্তে মাত্র ১০৯৯ টাকায় কেনা যাবে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Power banks: গরমে ফোনের ব্যাটারির চার্জ দ্রুত ফুরোবেই, দেখে নিন ২০২৩-এর সেরা পাওয়ার ব্যাঙ্ক কত সস্তায় কোথায় পাবেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল