জিও ৪জি সিম কোন কোন ফোন সার্পোট করবে তা নিয়ে মানুষের মধ্যে দেখা দিয়েছে বহু প্রশ্ন ৷ তাই গ্রাহকদের সুবিধার্থে ৪জি সিম সার্পোট করবে কোন ফোনগুলির তার একটি লিস্ট জারি করেছে রিল্যায়েন্স ৷
জিও VoLTE সার্পোট করবে এমন ফোনের লিস্টের সঙ্গে সঙ্গে টেকনিক্যাল বিষয়েও বেশ অনেককিছু জানিয়েছে জিও ৷
VoLTE কী ?
advertisement
VoLTE-এর ফুল ফর্ম হচ্ছে Voice Over LTE ৷ এর মানে 4G LTE নেটওয়ার্কে HD ভয়েস কলিং করতে পারবেন ৷ এতে কথা বলার সময় আওয়াজ পরিষ্কার শোনা যায় ৷
জিও ৪জি-তে ভয়েস কলিং আপনার ডিভাইসের ৪জি নেটওয়ার্কের উপর নির্ভর করবে ৷ আপনার নেটওয়ার্ক যদি দুর্বল থাকে তাহলে নিজে থেকে সেটি 2G/3G পরিষেবা হয়ে যাবে ৷ তাই যাদের ফোনে VoLTE থাকবে কেবল তারা ৪জি নেটওয়ার্কে এইচডি কলিংয়ের পরিষেবা উপভোগ করতে পারবেন ৷
কী করে জানবেন আপনার ফোন VoLTE সাপোর্ট করে কিনা ?
প্রথমে দেখে নিন আপনার হ্যান্ডসেটে কী প্রসেসর রয়েছে ৷ খেয়াল রাখবেন যে স্মার্টফোনে Qualcomm Snapdragon 400, 412, 415, 430, 615, 616, 617, 618, 620, 800, 801, 805, 808, 810 ও 820 আছে তারা VoLTE ও এর কাস্টোমাইজেশন ফিচার্স সাপোর্ট করে থাকে ৷ Apple iPhone 6, iPhone 6 Plus, iPhone 6S Plus VoLTE সাপো৪ট করে {
যে ফোনগুলি VoLTE সাপোর্ট করে সেগুলি হল -
Xiaomi Mi5
Xiaomi 2 Prime
Xiaomi Redmi Note 3
Alcatel Pop3
Blackberry Priv(STV100-3)
Infocus M370
Intex Aqua Raze
Gionee Elife S6
Karbonn Aura
Lava A88
Lenovo Vibe Shot
LG K10 LTE
LG Stylus 2
LG Spirit LTE
LG G4 Stylus 4G
LG Google Nexus 5X
LG G3 LTE
LYF Water 2
LYF Water 3
LYF Earth 1
Meizu M3 Note
Micromax Canvas Sliver 5
Moto G4 Plus
Motorola Moto G
Motorola Moto E
Oppo F1 Plus
Panasonic Eluga I2
Panasonic Eluga I3
Panasonic Eluga Icon
Samsung Galaxy S7
Samsung Galaxy A8 VE
Samsung Galaxy A7 2016
Samsung Galaxy A5 2016
Samsung Galaxy Note 5 Duos
Samsung Galaxy J2
Samsung Galaxy On5
Samsung Galaxy On7
Samsung Galaxy J7
Samsung Galaxy J5
Samsung Galaxy S6 Edge Plus
Samsung Galaxy A8
Samsung Galaxy Note 5
Samsung Galaxy S6 Edge
Samsung Galaxy S6
Samsung Galaxy Note Edge
Samsung Galaxy Note 4
Samsung Galaxy A7
Samsung Galaxy A5
Samsung Galaxy Core Prime 4G
Sony Xperia Z5 Premium Dual
Yu Yunique
Yu Yuphoria