ডিজিটাল পেমেন্ট চালু হওয়ার পর নেট জালিয়াতির কবলে পড়েছেন ইউজাররা- এমন ঘটনা আমরা আকছার শুনতে পারছি। হরেকরকম ডিজিটাল পেমেন্টের কারণে আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় অনেক লাভ হলেও সামান্য ভুলের জন্য সব কিছু খুইয়ে বসেছেন এমন উদাহরণও কম নয়। কয়েক মুহূর্তের অসতর্কতার কারণে নিজেদের সঞ্চিত অর্থ থেকে লক্ষ লক্ষ টাকা হারিয়েছেন এমন মানুষের তালিকা বেড়েই চলেছে দেশে। বছর শেষের মুখে আজ আমরা পাঠকদের তাই ইউপিআই ট্রানজাকশনের ক্ষেত্রে এমনই কিছু বিষয়ে সতর্ক থাকার কথা বলব যা মানা না হলে যে কোনও মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে।
advertisement
আরও পড়ুন: আইফোন থেকে ইয়ারফোন, বছরশেষে মহা সেল! বছর ফুরোলে ডিসকাউন্টও ফুরোবে, জেনে নিন চটপট
গত কয়েক বছর ধরে দেশে যে ডিজিটাল লেনদেনের প্রবণতা বাড়ছে তার অন্যতম বড় কারণ কেন্দ্রীয় সরকারের সদিচ্ছা। আমাদের দেশে, দেশীয় প্রযুক্তিতে তৈরি ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ ইউপিআই সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে বেশি ব্যবহৃত ডিজিটাল পেমেন্ট মোড হিসেবে আবির্ভূত হয়েছে। ভারতে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসেই ইউপিআইয়ের মাধ্যমে প্রায় ৮.২৭ লাখ কোটি টাকার লেনদেন হয়েছে। করোনা মহামারী এই ইউপিআইয়ের জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছে।
ভারতে ইতিমধ্যেই নানা ধরনের মোবাইল পেমেন্ট অ্যাপ চালু হয়েছে। Google Pay, Paytm, BHIM, Apple Pay, Amazon Pay-এর মতো মোবাইল পেমেন্ট অ্যাপগুলো ভারতে খুবই জনপ্রিয়। এই ধরনের অ্যাপের মাধ্যমে ইউপিআই ব্যবহার লেনদেনের ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। ডিজিটাল ট্রানজাকশনের দিকে মানুষের উৎসাহ দিন দিন বাড়ছে। একটি মোবাইলের মাধ্যমেই বিনা ঝঞ্ঝাটে সমস্তরকম লেনদেন হয়ে যাচ্ছে খুব সহজেই। অনেক মোবাইল পেমেন্ট অ্যাপ আবার ইউজারদের নানা ধরনের অফার ও ক্যাশব্যাকের সুবিধাও দিচ্ছে।
আরও পড়ুন: বছর শেষ হওয়ার আগেই ঘরে আনুন মনপসন্দ স্মার্ট টিভি! নামমাত্র দামে মিলছে এই সেলে
সুবিধাজনক হওয়ার পাশাপাশি ইউপিআই সম্পর্কিত অনেক জালিয়াতির খবর জানা গিয়েছে। তাই ইউপিআই মারফত আর্থিক লেনদেন করার আগে কিছু টিপস মাথায় রাখা উচিত।
ইউপিআই ব্যবহারকারীদের সর্বদা অপরিচিত মোবাইল নম্বর এবং ব্যবহারকারীদের থেকে সাবধান থাকা উচিত। ইউপিআই-এর মাধ্যমে টাকা পাওয়ার প্রলোভনে কোনও ভাবেই ইউপিআই পিন নম্বর শেয়ার করা উচিত নয়।