TRENDING:

Spam Policy On Bank Account: আপনার ব্যাঙ্কের OTP এবং অন্যান্য লগইন কোড এই মাসের শেষ নাগাদ এক্সপায়ার হতে পারে; জানুন কেন

Last Updated:

অগাস্টের শেষে ভারতে লক্ষ লক্ষ মোবাইল ব্যবহারকারীদের জন্য বিপর্যয় আসতে চলেছে। এতে ব্যবহারকারীদের ব্যাঙ্কের ওটিপি এবং ডেলিভারি ওটিপি এক্সপায়ারড হতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অগাস্টের শেষে ভারতে লক্ষ লক্ষ মোবাইল ব্যবহারকারীদের জন্য বিপর্যয় আসতে চলেছে! ব্যবহারকারীদের ব্যাঙ্কের ওটিপি এবং ডেলিভারি ওটিপি এক্সপায়ারড হতে পারে। ওটিপি ছাড়া আমরা পেমেন্ট অনুমোদন করতে পারব না বা অনলাইন ডেলিভারিও নিতে পারব না। তাই অনেকেই মনে করছেন, এটি একটি দুঃস্বপ্নের মতো ব্যাপার।
advertisement

আরও পড়ুন- ‘এঁরা দলের বোঝা!’ টলিউডের সঙ্গে অরিজিৎকেও অকৃতজ্ঞতার খোঁচা কুণালের?

নতুন রিপোর্টে দাবি করা হয়েছে, ৩১ অগাস্টের পরে, মোবাইল অপারেটরদের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা টিআরএআই থেকে সংশোধিত স্প্যাম পলিসি ছাড়া তৃতীয় পক্ষের মেসেজগুলিকে অনুমোদন করা কঠিন হতে পারে।

এসএমএস ব্লকড- কিন্তু কেন? 

ইকোনমিক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে , নতুন টিআরএআই (TRAI) স্প্যাম পলিসি টেলকোগুলিকে এমন কোম্পানিদের রেজিস্ট্রেশন করাতে হবে যেগুলি ওটিপি এবং গুরুত্বপূর্ণ তথ্য অফার করে যখন আমরা URL এবং অ্যান্ড্রয়েড অ্যাপ APK ফাইলগুলির সঙ্গে যুক্ত কোনও এসএমএস পাই, এই এসএমএসের মাধ্যমেই আমাদের ফোনে ম্যালওয়্যার স্ক্যাম হয়। দেশে এই ধরনের এসএমএস-এর মাধ্যমে অনেক মানুষ এর মধ্যে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছেন। যাঁরা অসাবধানতাবশত এই সব লিঙ্কে ক্লিক করেন, হ্যাকাররা তাঁদের ডিভাইস অ্যাক্সেস করতে, অর্থ এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য চুরি করতে সক্ষম হয়।

advertisement

আরও পড়ুন- সিগারেট ছাড়া ১ দিন? এতেই অস্বস্তি হচ্ছে? জানেন ১ দিনেই কী বদলাল শরীরে..

টেলিকম সংস্থা এর অবসান চায় কিন্তু, স্বল্পমেয়াদি পরিবর্তনে বিভিন্ন সমস্যা এবং অসুবিধা হতে চলেছে টেলকোগুলির জন্য কারণ টেলিকমগুলিকে ১ সেপ্টেম্বরের মধ্যে পরিষেবার রেজিস্ট্রেশন করার কথা, অন্যথায় তাদের মেসেজ ব্যবহারকারীদের নম্বরে পৌঁছানো থেকে ব্লক করা হবে৷

advertisement

কী ভাবে স্প্যাম সম্পর্কিত বদল আসছে?

টেলকোগুলিকে তাদের নতুন মেসেজ টেমপ্লেট বরাদ্দ করতে হবে, যা পাঠযোগ্য হবে এবং এটিই একমাত্র উপায় যার মাধ্যমে কঠোর ভাবে এই এসএমএসগুলিকে নিরীক্ষণ করা সম্ভব। ব্যাঙ্ক, পেমেন্ট অপারেটর এবং এমনকি Zomato বা Uber-এর জন্য একটি লাইনের মতো এসএমএস-এর উপরে আমরা সাধারণত এই হেডারগুলি দেখতে পাই৷ বিপজ্জনক হতে পারে এমন কোনও বাণিজ্যিক বার্তা না যায় তা নিশ্চিত করার জন্য একটি নির্ভরযোগ্য প্রযুক্তি ব্যবহার করে বার্তাগুলি পড়া হবে। URL এবং ফোন নম্বরও কিছু মেসেজে যোগ করা থাকে, যদি এগুলি হোয়াইট লিস্টেড না হয় তবে এই মেসেজগুলিও নেটওয়ার্ক দ্বারা ব্লক করা হবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

রিপোর্ট অনুসারে, টেলকোগুলি এই পরিবর্তনের জন্য TRAI-এর কাছে আরও সময়ের জন্য অনুরোধ করেছে। তবে ওই রিপোর্টে বলা হয়েছে অপারেটরদের যথেষ্ট সময় দেওয়া হয়েছে, তাই আর সময়সীমার সম্প্রসারণ ঘটতে পারে না।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Spam Policy On Bank Account: আপনার ব্যাঙ্কের OTP এবং অন্যান্য লগইন কোড এই মাসের শেষ নাগাদ এক্সপায়ার হতে পারে; জানুন কেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল