TRENDING:

এক লিটার তেলে ৭০ কিমি! 'মাইলেজ কিং' এই বাইক, ভারতের বাজারে সুপারহিট

Last Updated:

Bajaj CT110X Mileage: অন রোড দাম ৬৯,২১৬ টাকা। বাজাজের সমস্ত শো রুমে তিনটি রঙে পাওয়া যাচ্ছে Bajaj CT110X। এক লিটার পেট্রোলে এই বাইক প্রায় ৭০ কিমি মাইলেজ দেয় বলে দাবি করা হচ্ছে সংস্থার তরফে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভারতের বাজারে লঞ্চ করার পর থেকেই সুপারহিট Bajaj CT110X। দাম কম। মাইলেজও চমৎকার। ফলে গ্রাহকদের চোখের মণি হয়ে উঠেছে বাজাজের এই বাইক। অন রোড দাম ৬৯,২১৬ টাকা। বাজাজের সমস্ত শো রুমে তিনটি রঙে পাওয়া যাচ্ছে Bajaj CT110X।
advertisement

CT110X হল CT পোর্টফোলিওর শেষ ভ্যারিয়েন্ট। কোম্পানি Xtra Kadak ট্যাগ দিয়ে এটি চালু করেছে। বাজাজ অটোর দাবি, ভারতীয় রাস্তার কথা মাথায় রেখেই এই বাইক ডিজাইন করা হয়েছে, লুক এবং পারফরম্যান্স আগের চেয়ে অনেক ভাল।

ভারতে সবচেয়ে বেশি ১২০ থেকে ১২৫ সিসি সেগমেন্টের বাইক বিক্রি হয়। অসাধারণ মাইলেজ দেবে এমন টুহুইলার কিনতে চাইলে Bajaj CT110X আদর্শ। বেশি মাইলেজ দেওয়ার কারণে জ্বালানি খরচ সাশ্রয় হয়। কোম্পানির দাবি, Bajaj CT110X লিটার পিছু ৭০ কিমি মাইলেজ দেবে। মাসে যদি কেউ ১৫০০ কিমি বাইক চালায়, সেক্ষেত্রে তাঁর ২১৪২ টাকা খরচ হবে।

advertisement

আরও পড়ুন- AC পরিষ্কার নিজেই করুন ‘এভাবে’, মেকানিকের খরচ বাঁচান, কায়দাটা শিখে নিন

বাজাজের এই বাইকে ১১৫.৪৫ সিসি সিঙ্গল সিলিন্ডার এয়ার-কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা ৭০০০ rpm এ ৮.৬ PS শক্তি এবং ৫০০০ rpm এ ৯.৮১ নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে পারে। ৪ স্পিড গিয়ার বক্স রয়েছে। সর্বোচ্চ গতি ঘণ্টায় ৯০ কিলোমিটার। বর্তমানে তিনটি রঙে পাওয়া যাচ্ছে Bajaj CT110X – ম্যাট ওয়াইল্ড গ্রিন, এবোনি ব্ল্যাক-রেড এবং এবোনি ব্ল্যাক-ব্লু।

advertisement

সাসপেনশনে লং ট্রাভেল টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং রিয়ার হাইড্রোলিক SNS সাসপেনশন সেটআপ দেওয়া হয়েছে। সঙ্গে পুরু ক্র্যাশ গার্ড এবং আরামদায়ক রাইডিংয়ের জন্য মোল্ডেড ফুটহোল্ড রয়েছে। পিছনের ক্যারিয়ারে ৭ কেজি পর্যন্ত ওজন বইতে পারে Bajaj CT110X। সিটে ডুয়াল-টেক্সচার এবং ডুয়াল স্টিচ ফিনিশ দেওয়া হয়েছে।

এতে রয়েছে স্কোয়ার টিউব, সেমি-ডাবল ক্র্যাডল ফেম। ১৭০ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স সহ টায়ার, যে কোনও রাস্তায় চমৎকার গ্রিপ করতে পারে। হুইলবেস ১২৮৫ মিমি, ফলে ভারসাম্য বজায় রাখার ক্ষমতাও বেশি।

advertisement

আরও পড়ুন- ৬০০০mAh ব্যাটারি! দেশে এল Samsung Galaxy F15 5G, দেখুন দাম ও ফিচার

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাইডার কন্ট্রোল ইন্টিগ্রেটেড ট্যাঙ্ক প্যাড সহ গ্রে-ব্ল্যাক ক্লাসি ফিনিশ লুক এক ধাক্কায় বাড়িয়ে দিয়েছে অনেকটা। ধূসর এবং কালো রঙের কম্বিনেশনে দেখতেও চমৎকার লাগছে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এক লিটার তেলে ৭০ কিমি! 'মাইলেজ কিং' এই বাইক, ভারতের বাজারে সুপারহিট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল