AC পরিষ্কার নিজেই করুন 'এভাবে', মেকানিকের খরচ বাঁচান, কায়দাটা শিখে নিন

Last Updated:
AC Cleaning Tips: গরমের দিন শুরু। ফলে এখন ঘরে ঘরে এসি চলবে। এমন সময় অনেকেই এসি সার্ভিস করিয়ে তার পর চালান। কারণ গত ২-৩ মাস অনেকের বাড়িতেই বন্ধ ছিল এসি। তবে এসি বাড়িতেই পরিষ্কার করে নেওয়া যায়।
1/8
শীতের দিন শেষ। এবার প্রবল গরমে হাঁসফাস অবস্থা হবে সবার। আর এবার এসি-র ব্যবহারের দিন শুরু।
শীতের দিন শেষ। এবার প্রবল গরমে হাঁসফাস অবস্থা হবে সবার। আর এবার এসি-র ব্যবহারের দিন শুরু।
advertisement
2/8
এয়ার কন্ডিশনার অনেকের বাড়িতেই গত কয়েক মাস ধরে বন্ধ। ফলে অনেকেই এসি সার্ভিস করে তার পর আবার ব্যবহার করা শুরু করবেন।
এয়ার কন্ডিশনার অনেকের বাড়িতেই গত কয়েক মাস ধরে বন্ধ। ফলে অনেকেই এসি সার্ভিস করে তার পর আবার ব্যবহার করা শুরু করবেন।
advertisement
3/8
এসি সার্ভিস মানেই আপনাকে মেকানিক ডাকতে হবে বাড়িতে। ফলে খরব বাড়বে। তার থেকে বাড়িতেই যদি এসি সার্ভিস করে নেওয়া যায়! তাও আবার নিজেই!
এসি সার্ভিস মানেই আপনাকে মেকানিক ডাকতে হবে বাড়িতে। ফলে খরব বাড়বে। তার থেকে বাড়িতেই যদি এসি সার্ভিস করে নেওয়া যায়! তাও আবার নিজেই!
advertisement
4/8
তবে নিজে এসি সার্ভিস করতে হলে কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। সেগুলো জানা থাকলে কাজ করতে সুবিধা হবে।
তবে নিজে এসি সার্ভিস করতে হলে কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। সেগুলো জানা থাকলে কাজ করতে সুবিধা হবে।
advertisement
5/8
পাওয়ার সাপ্লাই বন্ধ করে এসির প্যানেল খুলে নিন। এসি-র ফিল্টার বের করে নিন এর পর।
পাওয়ার সাপ্লাই বন্ধ করে এসির প্যানেল খুলে নিন। এসি-র ফিল্টার বের করে নিন এর পর।
advertisement
6/8
এর পর একটি টুথব্রাশ দিয়ে ফিল্টারের ময়লা পরিষ্কার করে নিন। তার পর ইভাপোরেটর পরিষ্কার করে নিন। তবে সাবধান। ইভাপোরেটরের পাখা খুব ধীরে পরিষ্কার করতে হবে।
এর পর একটি টুথব্রাশ দিয়ে ফিল্টারের ময়লা পরিষ্কার করে নিন। তার পর ইভাপোরেটর পরিষ্কার করে নিন। তবে সাবধান। ইভাপোরেটরের পাখা খুব ধীরে পরিষ্কার করতে হবে।
advertisement
7/8
ট্যাপ কলের জলের তলায় রেখে ফিল্টার পরিষ্কার করে নিতে পারেন। না হলে কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে।
ট্যাপ কলের জলের তলায় রেখে ফিল্টার পরিষ্কার করে নিতে পারেন। না হলে কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে।
advertisement
8/8
এর পর ফিল্টারগুলো রোদে শুকোতে দিন। তার পর সেগুলো আবার এসির ইউনিটে ফিট করে দিন।
এর পর ফিল্টারগুলো রোদে শুকোতে দিন। তার পর সেগুলো আবার এসির ইউনিটে ফিট করে দিন।
advertisement
advertisement
advertisement