ডিসেম্বরে টু-হুইলারর বিক্রি কমে যায়। জানুয়ারিতে বাড়ে। প্রতি বছরই এমনটা হয়। আসলে নতুন বছরে নতুন গাড়ি কেনার ইচ্ছে থাকে অনেকেরই। ফলে বিক্রিবাটাতেও তার প্রভাব পড়ে। সম্প্রতি জানুয়ারি মাসে বাইক ও গাড়ির বিক্রি পরিসংখ্যান সামনে এনেছে বিভিন্ন সংস্থা। তাতেই উঠে এসেছে এই চমকপ্রদ তথ্য।
পরিসংখ্যান অনুযায়ী, ভারতের বাজারে বাজাজ অটোর বিক্রি বেশ কিছুটা কমেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, মোট বিক্রি বেড়েছে উল্লেখযোগ্য হারে। আর এটা হয়েছে, বিদেশে বাজাজের গাড়ির চাহিদার কারণে। হ্যাঁ, বিদেশিরা বাজাজ বাইকে মুগ্ধ। আন্তর্জাতিক বাজারে তাই চাহিদা তুঙ্গে। তারই প্রভাব পরেছে মোট বিক্রিতে।
advertisement
আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফিতে সৌরভের রয়েছে এমন একটি বিশ্বরেকর্ড, যা আজও কেউ ভাঙতে পারেনি
২০২৫ সালের জানুয়ারি মাসে বাজাজ অটোর ৩,৮১,০৪০ ইউনিট বিক্রি হয়েছে। গত বছর এই সময় মোট বিক্রির পরিমাণ ছিল ৩,৫৬,০১০ ইউনিট। সেই হিসেবে গত বছরের তুলনায় এই বছরের জানুয়ারিতে ৭ শতাংশ বিক্রি বেড়েছে। এর কারণ রফতানিতে বৃদ্ধি। এখানে রইল পুরো হিসেব।
বাজাজের দেওয়া তথ্য অনুযায়ী, সংস্থা মোট ৩,২৮,৪১৩ ইউনিট টু হুইলার বিক্রি করেছে। এর মধ্যে ঘরোয়া বাজারে বিক্রি এবং রফতানি, দুটোর হিসেবই রয়েছে। এবার যদি বিক্রি আর রফতানির পরিমাণ আলাদা করা হয় তাহলে দেখা যাচ্ছে, ঘরোয়া বাজারে মোট বিক্রি হয়েছে ১,৭১,২৯৯ ইউনিট। যা গত বছরের তুলনায় ১১ শতাংশ কম। আর রফতানি হয়েছে ১,৫৭,১১৪ ইউনিট। গত বছরের তুলনায় ৩৭ শতাংশ বেশি। পরিসংখ্যান বলছে, এ বছর ৪২,২১৬ ইউনিট বেশি রফতানি হয়েছে।
২০২৫ সালের জানুয়ারি মাসে বাজাজ মোট ৩৭,০৬০ ইউনিট কমার্শিয়াল গাড়ি বিক্রি করেছে, যা গত বছরের তুলনায় ১ শতাংশ বেশি। রফতানি হয়েছে ১৫,৫৬৭ ইউনিট। গত বছরের তুলনায় ৪১ শতাংশ বেশি। মূলত রফতানির কারণেই যে বাজারের মোট বিক্রি বেড়েছে সেটা স্পষ্ট।
আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই নতুন ডেথ ওভার স্পেশালিস্ট বোলার পেয়ে গেল ভারত!
ল্যাটিন আমেরিকা, আফ্রিকা-সহ অন্যান্য দেশে বাজাজের বাইকের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। হু হু করে বিক্রি হচ্ছে পালসার N160 ও পালসার RS200 মডেল। ফলে সংস্থার রফতানিও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। নিয়মিত নতুন মডেলও লঞ্চ করছে বাজাজ। গ্রাহকদের আগ্রহও বাড়ছে। প্রভাব পড়েছে মোট বিক্রিতে।