Freedom 125-এর স্পোর্টি লুক রয়েছে। তবে এর জনপ্রিয়তার সবচেয়ে বড় কারণ হল মাইলেজ। ১২৫ সিসি সেগমেন্টের সবচেয়ে সস্তা এবং কম খরচের বাইক এটাই। তাই শুধু শহর নয়, গ্রামেও Freedom 125-এর জনপ্রিয়তা তুঙ্গে।
আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই নতুন ডেথ ওভার স্পেশালিস্ট বোলার পেয়ে গেল ভারত!
১০৮ কিলোমিটার মাইলেজ: বাজাজের Freedom 125 শুধু ভারতের নয়, বিশ্বের একমাত্র ডুয়াল-ফুয়েল প্রযুক্তিতে তৈরি হওয়া বাইক। অর্থাৎ পেট্রোল ও সিএনজি দুই ধরণের জ্বালানিতেই চালানো যায়। এতে ২ কেজির সিএনজি ট্যাঙ্ক রয়েছে। পাশাপাশি ২ লিটারের একটি পেট্রোল ট্যাঙ্কও দেওয়া হয়েছে। এখানেই Freedom 125 বাজারের অন্যান্য বাইকের থেকে আলাদা।
advertisement
কোম্পানির দাবি অনুযায়ী, ১ কেজি সিএনজি-তে ১০৮ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে Freedom 125। মানে মাত্র ১০ টাকায় অতিক্রম করবে ১২ কিমি পথ। পেট্রোল মোডের মাইলেজও চমকে দেওয়ার মতো। লিটার প্রতি ৬০ কিলোমিটার। ডুয়াল-ফুয়েল মোডে ট্যাঙ্ক ফুল করলে প্রায় ৩৩০ কিলোমিটার পথ অনায়াসে পাড়ি দিতে পারেন চালক। তাই দীর্ঘ দূরত্ব পাড়ি দেওয়ার জন্য Freedom 125 অসাধারণ বিকল্প হয়ে উঠেছে।
দাম কম, ইঞ্জিন শক্তিশালী: Freedom 125-এ ১২৫ সিসি-এর শক্তিশালী ইঞ্জিন দেওয়া হয়েছে। যার কারণে দুর্দান্ত মাইলেজের পাশাপাশি বাইকের পারফরম্যান্সও চমৎকার। শক্তিশালী ইঞ্জিন, দুর্দান্ত মাইলেজ আর সাশ্রয়ী মূল্যের কারণে বাজাজের Freedom 125 বাজারে হইচই ফেলে দিয়েছে।
আরও পড়়ুন- হার্দিকের হাতে কালো পট্টি! ৭ কোটির ঘড়ি তো অনেক হল, তার সামনে এটা কী, এটা পরলে কী হয়
Freedom 125-এর শক্তিশালী ইঞ্জিন 9.5 PS শক্তি এবং 9.7 Nm টর্ক তৈরি করে। এতে ৫ স্পিড গিয়ার বক্স দেওয়া হয়েছে। স্মুথ রাইডিংয়ের অভিজ্ঞতা পান চালক। ওজন ১৪৮ কেজি। ট্র্যাফিকের মধ্যে সামলাতে সুবিধা হয়। চালানোর সময় ভাল হ্যান্ডলিং ও হাই স্পিড স্টেবিলিটি পান চালক।
৩টি ভেরিয়েন্ট, দাম শুরু ৯৫ হাজার টাকা থেকে: আজমগড়ে বাজাজের শোরুম সূত্রে জানা গিয়েছে, Freedom 125-এর ৩টি ভেরিয়েন্ট বাজারে এসেছে। প্রাইমারি ভেরিয়েন্টের এক্স শোরুম মূল্য ৯৫ হাজার টাকা থেকে শুরু হচ্ছে। টপ ভেরিয়েন্টের এক্স শোরুম মূল্য ১ লাখ ১০ হাজার টাকা। দুর্দান্ত মাইলেজ ও শক্তিশালী ইঞ্জিনের সঙ্গে এই সাশ্রয়ী দাম বাজাজের Freedom 125-কে আরও জনপ্রিয় করে তুলছে!