এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে, এই ফিচারটি প্রথম ফেসবুক মেসেঞ্জারের জন্য চালু করা হয়েছিল। পরবর্তীতে ইনস্টাগ্রামে ডিজিটাল অবতার তৈরির অপশন দেওয়া হয়েছে। এখন অবশেষে এটি WhatsApp-এর জন্য চালু করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক WhatsApp-এ অবতার তৈরি করার উপায় -
এইভাবে WhatsApp-এ নিজের অবতার তৈরি করা যাবে -
advertisement
- সবার প্রথমে WhatsApp খুলতে হবে। এরপর সেটিংস অপশনে যেতে হবে। এরপর প্রোফাইলের নিচে থাকা অবতার অপশনে ক্লিক করতে হবে।
- এরপর অবতার তৈরির পেজ খুলে যাবে। এখান থেকে ইউজারদের নিজের পছন্দ মতো কালার টোন, হেয়ারস্টাইল, চুলের রঙ, পোশাক, শরীরের ধরন, চোখের আকৃতি এবং চোখের রঙ নির্বাচন করতে হবে।
- এরপর ইউজারদের চোখের আকৃতি নির্বাচন করতে হবে। এখানেই কপালে টিপ লাগানোর অপশন এবং নাকের আকার নির্বাচন করার অপশনের সঙ্গে অন্যান্য অপশন পাওয়া যাবে।
- এরপর ইউজারদের নিজের মুখের আকৃতি, এর রঙ, মুখের রেখা প্রভৃতি নির্বাচন করতে হবে।
- এরপর ইউজারদের কানের দুল নির্বাচন করতে হবে এবং অবশেষে সেভ বোতামে ক্লিক করতে হবে। এরপর WhatsApp স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত অবতার সহ একটি স্টিকার তৈরি করবে।
ইউজারদের যদি সেই অবতার পছন্দ না হয়, তাহলে আবার একটি নতুন অবতার তৈরি করতে পারবেন তাঁরা। এই ক্ষেত্রে ইউজারদের আগের তৈরি করা অ্যানিমেটেড অবতার মুছে ফেলতে হবে এবং আবার নতুন করে অবতার তৈরি করতে হবে।