উল্লেখযোগ্য, Asus তাদের সদ্য আগত এই ল্যাপটপ দুটির দাম বা প্রাপ্যতা সম্পর্কে কিছুই জানায়নি। যদিও এর মধ্যেই এই ল্যাপটপ দুটির বেশ কয়েকটি স্পেসিফিকেশন ফাঁস হয়ে গিয়েছে। জেনে নিন ল্যাপটপগুলির বিশেষত্ব সম্পর্কে বিস্তারে...
Asus ROG Strix G17 Advantage Edition গেমিং ল্যাপটে থাকবে ১৭.৩ ইঞ্চির ডিসপ্লে আর Asus ROG Strix G15 Advantage Edition-এ থাকবে ১৫.৬ ইঞ্চির ডিসপ্লে দেখা যেতে পারে। দুটি ল্যাপটপই ৩০০ হার্টজ রিফ্রেশ রেট আর ৩ এমএস রেসপন্স টাইম-সহ বাজারে আসবে। কোম্পানি দুটি ল্যাপটপের ডিসপ্লেতে AMD FreeSync প্রিমিয়াম টেকনোলজি সাপোর্ট ব্যবহার করা হয়েছে। এই নতুন ল্যাপটপগুলি AMD -এর লেটেস্ট RDNA 2 আর্কিটেকচার ভিত্তিক Radeon RX 6800M জিপিইউ এবং 12 জিবি GDDR6 ভির্যাম সহ AMD Ryzen 9 59000 HX octa-core সিপিইউ দ্বারা চালিত হবে।
advertisement
Asus -এই দুটি ল্যাপটে ১ টেরাবাইট স্টোরেজ আর ৩২ জিবি র্যাম এর সঙ্গে আসবে। কোম্পানি নয়া ল্যাপটপগুলিতে এমন ব্যাটারি ব্যবহার করেছে যে ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। একছাড় ফুল চার্জ করলে ১১ ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক অফার করবে এই ল্যাপটপগুলি। 90W এই ব্যাটারি মাত্র ৩০ মিনিটেই ডিভাইসগুলিকে ৫০% পর্যন্ত চার্জ করা সম্ভব। এছাড়াও ল্যাপটপগুলিতে রয়েছে Smart Amp Technology, Bluetooth v5.1, Wi-Fi 6, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট, একটি RJ45 LAN পোর্ম ৩.৫ এমএম অডিও জ্যাক এবং 4W এর দুটি স্পিকার।
গ্লোবাল মার্কেটে লঞ্চের পরেই এই ল্যাপটপগুলির দাম জানা যাবে। জানা গিয়েছে যে ল্যাপটপগুলিকে কোম্পানি প্রিমিয়াম সেগমেন্টে লঞ্চ করবে, যার দাম প্রায় ১ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।