TRENDING:

iOS 26 Liquid Glass ডিজাইন সংক্রান্ত বিষয়ে মানুষের মতামত নিয়ে একেবারেই উদ্বিগ্ন নয় Apple! জেনে নিন এর কারণ

Last Updated:

কিন্তু এই মতামতের প্রভাব বুঝতে চাইছে না Apple। এর প্রাথমিক কারণ হল - নতুন iOS 26 UI বিদ্যমান iPhone মডেলগুলির জন্য ডিজাইন করা হয়নি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ব্যবহারকারীদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে নতুন iOS 26 Liquid Glass ডিজাইন। কেউ কেউ অবশ্য UI-এর স্বচ্ছ প্রকৃতি পছন্দ করেছেন ঠিকই, কারণ এটি আইকন ও মিমিকের মধ্যে মিশে যেন একটি আয়না-সদৃশ এফেক্ট তৈরি করে। অনেকে আবার UI-এর কড়া নিন্দা করেছেন। কারণ ভিন্ন ভিন্ন মোডে অ্যাক্সেসিবিলিটি যেন তাঁদের কাছে দুঃস্বপ্নের মতো।
News18
News18
advertisement

কিন্তু এই মতামতের প্রভাব বুঝতে চাইছে না Apple। এর প্রাথমিক কারণ হল – নতুন iOS 26 UI বিদ্যমান iPhone মডেলগুলির জন্য ডিজাইন করা হয়নি। বরং পরবর্তী যুগের iPhone-গুলির জন্যই এটির পরিকল্পনা করেছে Apple। আসলে iPhone-এর পরবর্তী মডেলগুলির মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে ফোল্ডেবল এবং অল-গ্লাস ডিজাইন।

আরও পড়ুন: এয়ার ইন্ডিয়ার টিকিট কাটা, ব‍্যাকপ‍্যাক তৈরি…‘ক’টা দিন থেকে যা না বাবা’! মায়ের চোখের জলই কীভাবে বাঁচিয়ে দিল গুজরাতের যুবকের প্রাণ?

advertisement

Liquid Glass Design: ভবিষ্যতের দিকে নজর

Apple-এর তরফে দাবি করা হয়েছে যে, এক দশকেরও বেশি সময় আগে iOS 7 আসার পর থেকে iOS 26 সংস্করণটি সবচেয়ে বড় আপডেট। নতুন Liquid Glass UI একাধিক এলিমেন্ট প্রদান করবে। যেগুলি আমরা অন্যান্য প্ল্যাটফর্মে ইতিমধ্যেই দেখেছি। কিন্তু Apple তার ডিজাইন আইডিওলজিতে এক অনন্য পন্থা অবলম্বন করেছে। এর প্রাথমিক কারণ হল – ভবিষ্যতের দিকে নজর দিচ্ছে সংস্থা।

advertisement

আগামী কয়েক বছরের মধ্যে অল-গ্লাস iPhone মডেল লঞ্চ করার বিষয়ে আমরা কিছু গুজব বা জল্পনা শুনেছি। যা আদর্শ প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে। যেখানে নতুন ডিজাইন সঠিক জায়গায় বসবে।

২০২৬ সালে ফোল্ডেবল এরিনায় প্রবেশ করতে চলেছে Apple। এমনটাই আশা করা হচ্ছে। ফলে iPhones, iPads এবং এমনকী Mac-এর ক্ষেত্রে Liquid Design UI আনছে সংশ্লিষ্ট সংস্থা। মনে করা হচ্ছে যে, বর্তমান এবং ভবিষ্যতের প্রোডাক্টগুলির সঙ্গে সমন্বয়সাধনের অভিজ্ঞতা অর্জনের পরিকল্পনা করেছে Apple।

advertisement

আরও পড়ুন: আপনার কি পায়ের আঙুলে চুল রয়েছে? জানেন কেমন মানুষ হন এরা? ভাগ‍্য কেমন হয়? পায়ের আঙুল দেখেই বোঝা যাবে চরিত্র

এই পরিবর্তনের জন্য ডিজাইন করা প্রোডাক্টগুলি বাজারে রিলিজ করা হলে নতুন UI পুনরায় কল্পনা করা যেতে পারে। এই সংস্থার থেকে Liquid Glass ইন্টারফেস সংক্রান্ত বিষয়ে হয়তো মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হতে পারে বলে আশা সংস্থার। তা সত্ত্বেও এটা অবাক করার মতো ঘটনা যে, Apple নতুন UI-এর অ্যাক্সেসিবিলিটির দিকটির উপর মনোযোগ দেয়নি, যা বিভিন্ন মোডে পঠনযোগ্য হওয়া উচিত। এটি সেটা, যা আজ পর্যন্ত Liquid Design পরিবর্তন প্রদান করে না।

advertisement

চলতি বছর iOS 26 ডেভেলপার বিটা এখন 11 সিরিজ থেকে শুরু করে বিস্তৃত রেঞ্জের iPhone-এর জন্য পাওয়া যাচ্ছে। Apple নিশ্চিত করে জানিয়েছে যে, iOS 26 পাবলিক বিটা আসছে আগামী জুলাই মাসে। যা বিটা প্রোগ্রামে সাইন-আপ করা সকল ব্যবহারকারীর জন্য ওভার-দ্য-এয়ার (OTA)-তে পাওয়া যাবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
iOS 26 Liquid Glass ডিজাইন সংক্রান্ত বিষয়ে মানুষের মতামত নিয়ে একেবারেই উদ্বিগ্ন নয় Apple! জেনে নিন এর কারণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল